Tuesday, November 4, 2025

‘দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন চলছে’, মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

Date:

মূল্যবৃদ্ধি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। পেট্রোলের(petrol) দাম সেঞ্চুরি পার করেছে আগেই, ধীরে ধীরে ডিজেলও(diesel) এগোচ্ছে সেদিকেই। আর এই ইস্যুকে হাতিয়ার করেই এবার মোদি সরকারকে একহাত নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। শনিবার এক টুইটে একাধিক সংবাদপত্রে কাটিং তুলে ধরে মোদি সরকারকে(Modi government) তোপ দাগেন রাহুল। লেখেন, এই সরকারের আমলে দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন হচ্ছে।

শনিবার টুইটারে মোদি সরকারকে আক্রমণ শানিয়া যে ছবি রাহুল তুলে ধরেছেন সেখানে দেখা গিয়েছে মূল্যবৃদ্ধির ছেড়ে সাধারন মানুষের সমস্যার কথা। ছবিতে কোথাও লেখা রয়েছে, ‘ভয়াবহ মূল্যবৃদ্ধি জেরে রান্নাঘরে কার্যত আগুন লেগেছে।’ কোথাও লেখা, ‘মূল্যবৃদ্ধি: ডিজেলের দাম বাড়ার ফলে দাম বাড়ছে সবজির।’ কোথাও আবার লেখা, ‘করোনার পর এবার মূল্যবৃদ্ধির জেরে বেহাল দশা দেশবাসীর’। এমনই একাধিক সংবাদপত্রের হেডলাইন তুলে ধরা হয়েছে টুইটে। পাশাপাশি এই টুইটের ক্যাপশনে রাহুল গান্ধী লিখেছেন, ‘মূল্যবৃদ্ধির উন্নয়ন।’

আরও পড়ুন:জ্বালানি তেলে মিশছে মধ্যবিত্তের ‘চোখের জল’, ফের দাম বাড়ল দাম পেট্রল-ডিজেলের

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত দাম বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে রাজস্থান মধ্যপ্রদেশ পেট্রোলের দাম লিটার প্রতি ছাড়িয়ে গিয়েছে ১০০ টাকা। পাশাপাশি শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯০ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৮০ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার। মুম্বইয়ে আজ প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৭ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৮৭ টাকা ০৬ পয়সা প্রতি লিটারে। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম ৮৫ টাকা ৯৮ পয়সা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version