Saturday, August 23, 2025

কেরলের মুখ্যমন্ত্রী হতে চান ‘মেট্রোম্যান’ শ্রীধরণ, ২১ তারিখ যোগ দিচ্ছেন বিজেপিতে

Date:

Share post:

বিজেপিতে যোগ দিতে চান ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণ৷ শুধু যোগ দেওয়াই নয়, কেরলের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন শ্রীধরণ।

আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে ওই রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হতে চান, বলেছেন এই পদ্মবিভূষণ প্রাপক৷ কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ ইতিমধ্যেই জানিয়েছেন, মেট্রোম্যান শ্রীধরণ (METROMAN E SREEDHARAN) গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন৷ রবিবার, ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন শ্রীধরণ।

আরও পড়ুন : ওপারের স্লোগানে উত্তাল এপার, কণাদ দাশগুপ্তর কলম

শ্রীধরণ জানিয়েছেন, দল চাইলে তিনি ভোট দাঁড়াতে
(KERALAASSEMBLY POLLS) চান৷ এবং মুখ্যমন্ত্রী হতেও তাঁর আপত্তি নেই৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যকে ঋণের বোঝা থেকে মুক্ত করা এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান এই মেট্রোম্যান।

মুখ্যমন্ত্রী হতে চাইলেও, রাজ্যপাল হতে তাঁর ঘোর আপত্তি রাজ্যপাল হতে৷ তিনি বলেছেন, “রাজ্যপাল হতে আমি চাইনা৷ কারণ রাজ্যপালরা তেমন কিছু অবদান রাখতে পারেন না৷ রাজ্যপাল এমন একটা সাংবিধানিক পদ যাঁর কোনও ক্ষমতা নেই৷” রাজ্যপাল পদ সম্পর্কে এমনই ধারনা শ্রীধরণের।

কেন হঠাৎ বিজেপিতেই যোগ দিতে চান, তার উত্তরে শ্রীধরণ বলেছেন, “একমাত্র বিজেপিই এই রাজ্যের জন্য কিছু করতে পারবে।” বাম-জোট LDF এবং কংগ্রেসের UDF জোটকে আক্রমণ করে তিনি বলেছেন, “দুই পক্ষই নিজেদের স্বার্থে কাজ করে। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা বড় বড় বিজ্ঞাপন দেন নিজেদের ছবি দিয়ে, যেন কত উন্নয়ন করছেন। কিন্তু বাস্তবে শূন্য।” মেট্রোম্যানের অভিমত, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের সমালোচনা করা, কেন্দ্রের বিরোধিতা করা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের জন্য যদি কোনও দল করতে পারে, সেটা বিজেপিই।”

প্রসঙ্গত, টানা ১৭ বছর ধরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের শীর্ষ পদে ছিলেন ভারতের অন্যতম সেরা এই ইঞ্জিনিয়ার৷ ১৯৯৫ থেকে ২০১২ পর্যন্ত DMRC-র এমডি ছিলেন। দিল্লির মেট্রো রেলের জনক বলা হয় তাঁকে। তখনই তাঁর নাম হয়ে যায় ‘মেট্রোম্যান’৷ প্রথমে পদ্মশ্রী এবং পরে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি৷ ভারতের পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় কোঙ্কন রেলওয়ের উন্নয়নেও অনেক অবদান রয়েছে এই ‘মেট্রোম্যান’- এর৷

Advt

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...