Sunday, January 11, 2026

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও থাকছেন না মমতা, থাকবেন মোদি

Date:

Share post:

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রোর যাত্রী পরিষেবা। তার আগে সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি উদ্বোধন করবেন মোদি। তবে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আমন্ত্রণ পেয়েও উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমন্ত্রণ পত্রে নাম লেখা রয়েছে মুখ্যমন্ত্রীরও। তবুও রেলের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। এমনকি সোমবার নবান্নে অন্যান্য কর্মসূচি রয়েছে। ডাকা হয়েছে ক্যাবিনেট বৈঠকও। প্রসঙ্গত, হলদিয়াতেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারেও থাকছেন না।

আরও পড়ুন-‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, শীর্ষ নেতৃত্বের ধমক খেয়ে টুইট মুছলেন অনুপম হাজরা

২০১১-র বিধানসভা ভোটের আগে ২০১০-এর রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদি সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করতে চলেছেন। তবে সেখানেই থাকছেন না মুখ্যমন্ত্রী নিজেই।

Advt

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এই ৪.১ কিলোমিটার রাস্তায় মেট্রো চালু হয়ে গেলে যাত্রীদের উপকার হবে বলেই মত মেট্রো কর্তৃপক্ষর। আপাতত তারই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর অবধি মোট ১৫৮টি ট্রেন চলবে। এ ছাড়াও আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভাড়া হবে ২৫ টাকা।

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...