Tuesday, November 18, 2025

ডোমজুড়ে ফের গো ব্যাক স্লোগানের মুখে রাজীব

Date:

Share post:

জোর ধাক্কা নিজের গড়েই। গো ব্যাক স্লোগানের মুখে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। গো ব্যাক স্লোগানের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। প্রতিদিন কোনও না কোনও কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন সদ্য তৃণমূলত্যাগী রাজীব। মাঝে মধ্যেই তাঁর বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয়রা। বিজেপির অভিযোগ, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটাচ্ছে।

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাইক র‍্যালি হওয়ার কথা ছিল ডোমজুড়ে। রবিবার সকালে বলুহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত বাইক ব়্যালি শুরু হওয়ার আগেই ওঠে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে, মিছিল যেখান থেকে শুরু হওয়ার কথা সেই এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে রাজীবকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হতে থাকে। ওই এলাকায় বেশকিছু মাইকও লাগানো ছিল। তাতে ‘খেলা হবে’ স্লোগান বাজতে থাকে। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-DYFI কর্মী মইদুল JMB জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন! বিজেপি কর্মীর পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এটা বাংলার সংস্কৃতি নয়।” রাজীবকে পালটা আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেছেন, “এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। রাজীবের উপর এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে।”

Advt

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...