Sunday, August 24, 2025

সিবিআই নোটিশের উত্তর দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। মঙ্গলবার, তদন্তকারী সংস্থাকে বাড়িতে ডাকলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে রুজিরা লিখেছেন, তিনি একুশ তারিখ দুপুর দুটোর সময় সিবিআইয়ের চিঠি পেয়েছেন। তবে কী কারণে বা তদন্তের কোন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে- সেটা তিনি জানেন না। তদন্তে সহযোগিতার স্বার্থে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর তিনটের মধ্যে সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। একইসঙ্গে চিঠিতে অভিষেকের স্ত্রী লিখেছেন, কোন সময় তদন্তকারীরা আসবেন সেটা তাঁকে জানিয়ে দিতে। চিঠিটি লেখা হয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে (Umesh Kumar)।

আরও পড়ুন-‘ভীতু-কাপুরুষ নই’, স্ত্রীকে CBI নোটিসের পর আইনে আস্থা রেখে বার্তা অভিষেকের

কয়লা দুর্নীতির তদন্তে রবিবার বাড়িতে গিয়ে রুজিরাকে নোটিশ ধরায় সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদের জন্য সেদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। তবে অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে কীসের ভিত্তিতে কত টাকা গিয়েছিল তদন্তের দোহাই দিয়ে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

প্রশ্ন উঠছে, তবে কি প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে এই ষড়যন্ত্র? ইতিমধ্যেই কয়লা তদন্ত নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বহু জনসভায় একাধিকবার দাবি করেছেন এই দুর্নীতিতে অভিষেক যোগ রয়েছে। উপরমহলের ‘সাজানো স্ক্রিপ্ট’কে বাস্তব রূপ দিতে, তাঁদের দাবিকে প্রাধান্য দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version