Friday, November 14, 2025

‘ঘরের ছেলে শুভেন্দুকে বাংলা চায়’-প্রচারে অস্বস্তিতে বিজেপি

Date:

‘বাংলা ঘরের মেয়েকেই চায়’- শনিবার থেকে এই নতুন স্লোগানকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর অনুগামীরা প্রচার করতে শুরু করেছেন , বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে ঘরের ছেলে শুভেন্দুকে চায়। আর এই প্রচারের ফলে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি। কারণ, দিন কয়েক আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপিতে ব্যক্তি বিশেষের কোনও জায়গা নেই। দলই সেখানে শেষ কথা । তাই এভাবে ব্যক্তি শুভেন্দুকে সামনে রেখে বিজেপির একাংশের প্রচারে, দিলীপ -শুভেন্দু দ্বন্দ্ব সামনে চলে এসেছে।
তৃণমূলে থাকাকালীন দলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিলেন একদা এ রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বার বার সুর চড়িয়েছেন তিনি।আর এখন বিজেপির প্রচার মঞ্চ থেকে বার বার বাম-কংগ্রেসের স্তুতি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর গলায়। কখনও তিনি সিপিএম এবং কংগ্রেসের সমর্থকদের থেকে ভোট চাইছেন, কখনও বা বাম জামানার শাসনের প্রশংসা করছেন।
অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়র মতো বিজেপির শীর্ষনেতারা যখন আসন্ন নির্বাচনে রাজ্য বিজেপিকে ২০০টি আসনে জেতার জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারীর বাম-কংগ্রেস স্তুতি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে বই কমায়নি।
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যাওয়া মেদিনীপুরের যুবনেতা স্নেহাশীষ ভৌমিক তার ফেসবুক অ্যাকাউন্টে শুভেন্দুকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে এমন একটি পোস্ট করেছেন। যদিও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে কাউকে ঘোষণা করেনি। কারোর ব্যক্তিগত অপছন্দ পছন্দকে দলের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version