Saturday, August 23, 2025

নতুন গাইডলাইন মেনে চালু হল আন্তর্জাতিক বিমান

Date:

Share post:

বিশেষ গাইডলাইন মেনেই ফের শুরু করা হবে আন্তর্জাতিক বিমান যাত্রা। নতুন স্ট্রেন নিয়ে ভারতে ফের শুরু হয়েছে করোনা আতঙ্ক। নতুন এই স্ট্রেন যাতে অতিমারির পর্যায়ে না পৌঁছাতে পারে, সেইদিকে নজর রেখে এবার নতুন স্বাস্থ্যবিধি চালু করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের যে দুটি নতুন স্ট্রেন দেখা দিয়েছে, সেই সংক্রমণের হাত থেকে বাঁচতে পর্যটকদের জন্য নতুন গাইডলাইন এনেছে কেন্দ্র। আজ থেকেই নতুন বিধিনিষেধ চালু হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানান হয়েছে।

নতুন এই গাইডলাইন সমস্ত আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুব শীঘ্রই লাগু হবে বলে জানান হয়েছে। বিশেষ এই নিয়মবিধি ব্রিটেন, ইউরোপ ও মধ্য প্রাচ্যের দেশগুলির পর্যটকদের জন্য বিশেষভাবে লাগু হবে। পাশাপাশি জাতীয় বিমানযাত্রীদের জন্যেও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি চালু করা হবে।  সোমবার থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান যাত্রীদের এই নির্দেশিকা আগামী ১৪দিন পর্যন্ত  মেনে চলতে হবে। প্রশ্ন হল কী রয়েছে এই নির্দেশিকায়?

১। বাইরের দেশ থেকে ভারতে আসা যাত্রীদের প্রথমেই এয়ার সুবিধা পোর্টালে গিয়ে নিজেদের সম্পর্কে যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হবে৷ ভারতে প্রবেশের পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা নিয়ে নিশ্চয়তা দিয়ে বিমান পরিবহণ মন্ত্রককে জানাতে হবে৷ তবে হঠাৎ করে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনার খবর পেয়ে এদেশে ঢুকলে এই নিয়মে কিছু ছাড় দেওয়া রয়েছে৷

২. এছাড়াও www.newdelhiairport.in এই লিংকে ক্লিক করে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এই পরীক্ষা বিমান যাত্রার ৭২ ঘন্টার মধ্যে করাতে হবে।

৩. মাস্ক পরা থেকে শুরু করে বিমানের ভিতরে যাত্রীদের সব ধরনের কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ ভারতের যে কোনও বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীরা নামলেই তাঁদের থার্মাল চেকিং বাধ্যতামূলক৷ ভারতে নামার পর কোনও আন্তর্জাতিক যাত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তখনই তাঁর চিকিতসার ব্যবস্থা করা থেকে শুরু করে পৃথকীকরণের কাজ করা হবে৷ এব্যাপারে যাত্রী ও তাঁদের সঙ্গে থাকা বাকিদের সহযোগিতা করতে বলা হয়েছে৷

৪. ভারতে প্রবেশের পর থেকেই কোভিড প্রোটোকাল মেনে চলার দরুণ সংশ্লিষ্ট যাত্রী কী করতে পারবে বা পারবেন না সেই সম্পর্কে বিমানের টিকিটেই উল্লেখ করা থাকবে৷ বিমানে ওঠার আগে যাত্রীদের প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে৷ বিমানের ভিতরেও যাতে পারস্পরিক দূরত্ববিধি মেনে চলা হয় সেব্যাপারেও নির্দেশিকা দেওয়া হয়েছে৷

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...