ইডির থেকে কোনও নোটিস আসেনি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ফিরহাদের মেয়ে

বিদেশে টাকা পাচারের অভিযোগে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এমনটা একেবারেই নয়। এখনও পর্যন্ত এমন কোনও নোটিস পায়নি বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন প্রিয়দর্শিনী। মিথ্যে প্রচার করলে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-‘বাংলা নিজের মেয়েকেই চায়’, বললেন খোশমেজাজি অনুব্রত

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রিয়দর্শিনী লিখেছেন, একটি জনপ্রিয় সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে আমাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আমার বাবা রাজনীতিক। তাঁকে বদনাম করতেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং তাঁকে হেনস্থা করতে আমাকেও টেনে আনা হচ্ছে। কারণ ছেলেমেয়েই বাবা-মায়ের সবচেয়ে বড় দুর্বলতা। বিরোধীদের হেনস্থা করতে আমাদের দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। আমার বাবা একজন সৎ মানুষ যার জীবনের উদ্দেশ্য সর্বদা তাঁর দেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা। তিনি অনেক ষড়যন্ত্র এবং বিতর্কিত ভুলভাবে জড়িয়ে পড়েছেন। তবে বাংলার মানুষ সত্যটা জানেন।”

Advt

Previous articleনতুন গাইডলাইন মেনে চালু হল আন্তর্জাতিক বিমান
Next articleবাড়ি গিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের