Monday, August 25, 2025

ভাষা দিবস উপলক্ষে রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়ে এক অন্য ধারার আলোচনাসভায় বারবার উঠে এল একটাই তথ্য।বাঙালিদের মধ্যে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC ও রোটারী ক্লাবের সঙ্গে যৌথ ভাবে এই আলোচনাসভার আয়োজন করেছিল ।
উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্ন তুলে ধরছিলেন সবাই । কী ছিল না সেই প্রশ্নবাণে?
গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিয়ানা। ধর্ম না ভাষা কোনটা আগে বাঙালির কাছে । বাংলায় কি আরেকটি নবজাগরণের প্রয়োজন? যদি প্রয়োজন হয় তবে তার পথ কি ? এমনকি এই প্রশ্নও ওঠে যে বাঙালি পাঠক বা শ্রোতার রুচির কতটা বিবর্তন হয়েছে । পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি? বেশি বাঙালি হলে কী কম ভারতীয় হয়ে যাবো আমরা?

এমন নানান প্রশ্নের উত্তর দেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুণাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলি রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এই প্রশ্নোত্তর পর্বের স্বাদ নিতে রোটারি সদন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ ।

‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনা রীতিমতো উৎসাহে সঙ্গে উপভোগ করেছেন উপস্থিত শ্রোতারা।

পুরো আলোচনা থেকে যে নির্যাস উঠে এল তা যথেষ্টই ইতিবাচক । প্রত্যেকের বক্তব্য যেন এক সুরে বাধা। যেখানে একটি বিষয় স্পষ্ট হল, আর তা হল এই যে ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । সে শুধুমাত্র দেশে নয় প্রবাসেও । বক্তারা যুক্তি দিয়ে বললেন কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ। তাদের গলায় একটাই সুর বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । কারণ, নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি, যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিলো । ধর্ম, মত , জাতপাত, রাজনৈতিক বিভেদ ভুলে সবার আগে বাঙালি হোন। বাঙালিদের জয় কেউ রুখতে পারবে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version