মার্শাল আর্টের মধ্যেও যে এক দর্শন আছে তা আজ সারা বিশ্বে সমাদৃত।আর এই মার্শাল
আর্টকে আত্মরক্ষার কাজে কীভাবে লাগানো যায় তা নিয়ে রীতিমতো শহরের বুকে চর্চা করছে পেনকক।
রবিবার ২১ শে ফেব্রুয়ারি এই মার্শাল আর্টের কোচ এবং রেফারিদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল এই সংস্থা। দ্বিতীয় বর্ষে তাদের এই সেমিনারে হাজির ছিলেন এ রাজ্যের শ’দুয়েক মার্শাল আর্টের কলাকুশলীরা।