Friday, January 16, 2026

আলু চাষীদের সাহায্য করতে পাশে দাঁড়াল রাজ্য সরকার

Date:

Share post:

আলু চাষীদের সাহায্য করতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলু সংরক্ষণের প্রস্তাব আনা হয়েছে। মনে করা হচ্ছে, এবার রাজ্যে আলুর ফলন অনেক বেশি হতে পারে। ফলে সঠিক মূল্য পেতে অসুবিধা হতে পারে চাষীদের। তাঁরা যাতে সুবিধা পায় তাই রাজ্য সরকার হিমঘরগুলির সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে। মোট দশ লক্ষ মেট্রিক টন আলু ৬ টাকা কেজি দরে কিনে নেওয়া হবে। ফলে পরবর্তীকালে হিমঘরগুলি যদি কোনও সমস্যায় পড়ে সেটাও সরকার দেখবে।

জানা যাচ্ছে, আপাতত জ্যোতি আলুর জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য হিমঘরগুলিকে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। হিমঘরগুলি যদি এই কারণে কোনও ব্যাঙ্ক ঋণের জন্য চেষ্টা করেন তাহলেও সরকার সেই বিষয়েও তাঁদের সাহায্য করবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চাষীদের আশ্বস্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

অন্যদিকে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ড্যামেজড বাঁধ মেরামতের জন্য মোট ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্প অনুযায়ী বাঁধ, ড্যাম ও ব্যারাজের সংস্কার ও রিহ্যাবিলিটেশন করা হবে। যেমন ম্যাসাঞ্জার ড্যাম, শিলাবতি, তিলপাড়া ব্যারাজ প্রভৃতি। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই প্রকল্পে প্রায় ৩৪৫ কোটি টাকা খরচ হবে। সেচ ব্যবস্থার উন্নতি সাধনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৪.৭ লক্ষ একর জমির জন্য সেচের ব্যবস্থা করা সম্ভব হবে।

Advt

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...