Saturday, July 5, 2025

আলু চাষীদের সাহায্য করতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলু সংরক্ষণের প্রস্তাব আনা হয়েছে। মনে করা হচ্ছে, এবার রাজ্যে আলুর ফলন অনেক বেশি হতে পারে। ফলে সঠিক মূল্য পেতে অসুবিধা হতে পারে চাষীদের। তাঁরা যাতে সুবিধা পায় তাই রাজ্য সরকার হিমঘরগুলির সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে। মোট দশ লক্ষ মেট্রিক টন আলু ৬ টাকা কেজি দরে কিনে নেওয়া হবে। ফলে পরবর্তীকালে হিমঘরগুলি যদি কোনও সমস্যায় পড়ে সেটাও সরকার দেখবে।

জানা যাচ্ছে, আপাতত জ্যোতি আলুর জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য হিমঘরগুলিকে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। হিমঘরগুলি যদি এই কারণে কোনও ব্যাঙ্ক ঋণের জন্য চেষ্টা করেন তাহলেও সরকার সেই বিষয়েও তাঁদের সাহায্য করবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চাষীদের আশ্বস্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

অন্যদিকে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ড্যামেজড বাঁধ মেরামতের জন্য মোট ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্প অনুযায়ী বাঁধ, ড্যাম ও ব্যারাজের সংস্কার ও রিহ্যাবিলিটেশন করা হবে। যেমন ম্যাসাঞ্জার ড্যাম, শিলাবতি, তিলপাড়া ব্যারাজ প্রভৃতি। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই প্রকল্পে প্রায় ৩৪৫ কোটি টাকা খরচ হবে। সেচ ব্যবস্থার উন্নতি সাধনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৪.৭ লক্ষ একর জমির জন্য সেচের ব্যবস্থা করা সম্ভব হবে।

Related articles

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...

শনিবার উল্টোরথ, জগন্নাথের পুনর্যাত্রায় তৈরি সৈকত নগরী দিঘা

মাসির বাড়িতে আদর আপ্যায়নের পর এবার জগন্নাথ- বলরাম- সুভদ্রা যাবেন নিজের বাড়িতে। শনিবার পুনর্যাত্রায় লক্ষ লক্ষ ভক্ত রথের...
Exit mobile version