Friday, July 4, 2025

বরাদ্দ করেছিলেন মমতা, উদ্বোধন করলেন মোদি, তথ্য তুলে ধরে সরব তৃণমূল

Date:

ভোটের মুখে রাজ্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে বঙ্গবাসীর মন জয় করার চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার ডানলপে উপস্থিত হয়ে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প(metro project) উদ্বোধন করেছেন তিনি। আর এই প্রকল্পকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা। সম্প্রতি তৃণমূলের তরফে কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য তুলে ধরে জানানো হলো, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য বাজেটে বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় ছিল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পও। এদিন যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার এই তথ্য তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১১ সালে রেল বাজেটে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর-সহ একাধিক মেট্রোপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ এই প্রকল্পের উদ্বোধন করলেও প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতে একেবারেই নারাজ তৃণমূল। পিআইবির সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক টুইটে লেখেন, ‘বাংলায় নতুন রেলপথের সূচনা করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি এই রেল বাজেটে বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিস্টার টেলিপ্রম্পটারের মিথ্যা ফাঁস করে দিয়েছে পিআইবি-র তথ্য।’ এই টুইটের সঙ্গেই নিচে পিআইবির নথি তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।

শুধু ডেরেক ও’ব্রায়েন নয়, একই দাবি করে এদিন টুইট করেছেন রাজ্যে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের জন্য ২০১০ সালে অর্থ বরাদ্দ করেছিলেন। ২০১৩ সালে এই প্রকল্পের প্রথম দফার কাজ শুরু হয়ে যায়। এরপর বিজেপি সরকারের আমলে দীর্ঘ ৭ বছর কেটে গিয়েছে। প্রকল্পের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করেনি বিজেপি সরকার। এখন নির্বাচনের আগে নাম কামানোর চেষ্টা করছেন মোদিজি?’

আরও পড়ুন:রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

উল্লেখ্য, সোমবার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প উদ্বোধনের পাশাপাশি একাধিক রেল প্রকল্প উদ্বোধন করেন তিনি। দাবি করেন, ‘এই প্রকল্পের কারণে পড়ুয়াদের সুবিধা হওয়ার পাশাপাশি সড়কপথে আড়াই ঘন্টার রাস্তা এখন পৌঁছে যাওয়া সম্ভব হবে মাত্র ১ ঘন্টায়।’ তবে মোদির হাত ধরে প্রকল্পের উদ্বোধন হলেও তথ্য-প্রমাণ বলছে আদতে এই প্রকল্প বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...
Exit mobile version