Tuesday, May 6, 2025

বরাদ্দ করেছিলেন মমতা, উদ্বোধন করলেন মোদি, তথ্য তুলে ধরে সরব তৃণমূল

Date:

ভোটের মুখে রাজ্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে বঙ্গবাসীর মন জয় করার চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার ডানলপে উপস্থিত হয়ে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প(metro project) উদ্বোধন করেছেন তিনি। আর এই প্রকল্পকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা। সম্প্রতি তৃণমূলের তরফে কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য তুলে ধরে জানানো হলো, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য বাজেটে বরাদ্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় ছিল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পও। এদিন যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার এই তথ্য তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১১ সালে রেল বাজেটে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর-সহ একাধিক মেট্রোপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ এই প্রকল্পের উদ্বোধন করলেও প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতে একেবারেই নারাজ তৃণমূল। পিআইবির সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক টুইটে লেখেন, ‘বাংলায় নতুন রেলপথের সূচনা করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি এই রেল বাজেটে বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিস্টার টেলিপ্রম্পটারের মিথ্যা ফাঁস করে দিয়েছে পিআইবি-র তথ্য।’ এই টুইটের সঙ্গেই নিচে পিআইবির নথি তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।

শুধু ডেরেক ও’ব্রায়েন নয়, একই দাবি করে এদিন টুইট করেছেন রাজ্যে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের জন্য ২০১০ সালে অর্থ বরাদ্দ করেছিলেন। ২০১৩ সালে এই প্রকল্পের প্রথম দফার কাজ শুরু হয়ে যায়। এরপর বিজেপি সরকারের আমলে দীর্ঘ à§­ বছর কেটে গিয়েছে। প্রকল্পের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করেনি বিজেপি সরকার। এখন নির্বাচনের আগে নাম কামানোর চেষ্টা করছেন মোদিজি?’

আরও পড়ুন:রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

উল্লেখ্য, সোমবার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প উদ্বোধনের পাশাপাশি একাধিক রেল প্রকল্প উদ্বোধন করেন তিনি। দাবি করেন, ‘এই প্রকল্পের কারণে পড়ুয়াদের সুবিধা হওয়ার পাশাপাশি সড়কপথে আড়াই ঘন্টার রাস্তা এখন পৌঁছে যাওয়া সম্ভব হবে মাত্র à§§ ঘন্টায়।’ তবে মোদির হাত ধরে প্রকল্পের উদ্বোধন হলেও তথ্য-প্রমাণ বলছে আদতে এই প্রকল্প বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version