Thursday, August 21, 2025

রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

Date:

Share post:

অযোধ্যা বিমানবন্দরের নামবদলের সিদ্ধান্ত আগেই নিয়েছিল যোগী সরকার(Yogi government)। মন্ত্রিসভার বৈঠকে পাকাপাকিভাবে বিষয়টিতে সীলমোহরও দেওয়া হয়েছিল। এবার নাম বদলতো বটেই বিমানবন্দরের(airport) জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সরকার। যোগী রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দর এবং অযোধ্যা বিমানবন্দরের জন্য যথাক্রমে ২০০০ কোটি এবং ১০১ কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে। রাজ্যের বাজেট ঘোষণার সময় উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী জানিয়ে দেন অযোধ্যার নির্মীয়মান বিমানবন্দরটির নাম হবে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট'(maryada Purushottam Sreeram airport)।

প্রসঙ্গত, অযোধ্যা বিমানবন্দরটিকে আমূল বদলে ফেলা হবে বলে ২০১৮ সালের দীপাবলিতেই ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। অন্তর্দেশীয় টার্মিনালের পাশাপাশি সেখানে আন্তর্জাতিক টার্মিনাল গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন। তার জন্য জমি অধিগ্রহণের কাজও শুরু করে দেয় তাঁর সরকার। অযোধ্যার পাশাপাশি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরও বিশ্বমানের করার উদ্যোগ নিয়েছে আদিত্যনাথ সরকার। প্রাথমিক যে অংশটুকু নির্মাণের পরিকল্পনা হয়েছে তা করা হবে চারটি পর্যায়ে। বছরে ১.২ কোটি মানুষ যাতায়াত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আপাতত। ২০৫০ সালের মধ্যে তা ৭ কোটি করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, আহত দুইপক্ষের পাঁচজন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছিলেন, এই বিমানবন্দর নির্মাণের ফলে উত্তরপ্রদেশের শিল্পের পরিকাঠামোয় গঠনমূলক উন্নতি হবে বহু মানুষের কর্মসংস্থান হবে। নয়ডার এই বিমানবন্দরের নাম দেওয়া হবে নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট। যেখানে থাকবে সারস পাখির লোগো। দৃষ্টিনন্দন তো বটেই যাত্রী সুবিধার ক্ষেত্রেও বিশ্বের অত্যাধুনিক দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বমানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে নয়ডা বিমানবন্দরকে।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...