Thursday, August 28, 2025

ক্রিকেটের ময়দান ছেড়ে এবার কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মনোজ তিওয়ারি? ইতিমধ্যেই টলিউডের এক ঝাঁক তারকা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এবার একাধিক খেলোয়াড়ের-ই তৃণমূলে যোগ দেওয়া খবর শোনা যাচ্ছে। বুধবার হুগলির সাহাগঞ্জে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই মনোজ তিওয়ারি তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেবেন বলে সূত্রের খবর।

IPL-এ ব্রাত্য থাকতে হয়েছে মনোজ তিওয়ারিকে। জাতীয় দলের জার্সি গায়েও প্রতিভার ছাপ রেখেছেন তিনি। তবুও তাঁকে অকারণেই ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তবে কি এবার খেলার মাঠ ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে আসতে চলেছেন মনোজ? এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-এক মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল কর্ণাটক, মৃত ৬

মনোজ তিওয়ারি ছাড়াও ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দেও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। তিনিও সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তবে বঙ্গের আরও এক ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে চান। তারপরই তাঁর বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, তিনি আপাতত রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান। তিনি আবার খেলার মাঠে ফিরতে চান।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version