Thursday, August 28, 2025

আপনি ট্রেনের নিত্য যাত্রী? তাহলে এখন আর সহজে ট্রেন মিস করতে হবে না। যারা অফিসে যাত্রী বা যারা স্কুল-কলেজে যায় মাঝেমধ্যেই তাদের ট্রেন মিস করার সমস্যার সম্মুখীন হতে হয়। আর এবার তাঁদের সাহায্যে এগিয়ে এল পূর্ব রেল। সম্প্রতি একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে রেলের তরফ থেকে। সেই অ্যাপেই লোকাল ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ (Sealdah Suburban Tracking System)।
করোনা অতিমারির ফলে দীর্ঘদিন স্তব্ধ থাকার সবে মাসখানেক আগে চালু হলো রেল। কিন্তু চালু হলেও ট্রেনের টাইমটেবিল বা স্টপেজের পরিবর্তন ঘটেছে। ফলে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। কারণ ট্রেন বাতিল কিংবা ট্রেনের সঠিক সময়, ঠিকমতো জানতে না পারায় অনেকেরই নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে। এছাড়াও ট্রেন দেরি করে আসা আছেই। ফলে পূর্ব রেলের এই অ্যাপ এবার সেই সমস্ত সমস্যা মেটাবে।

‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ নামের এই অ্যাপ শিয়ালদহ ডিভিশনের যে কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেই যাত্রীরা ট্রেনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
এছাড়াও জানা যাবে ট্রেনটি কোথা থেকে কোথায় যাবে, নির্ধারিত টাইম, বর্তমান অবস্থান, কত সময় লেটে চলছে, গন্তব্যে পৌঁছনোর সময়। লোকাল ট্রেন ছাড়াও মেল, এক্সপ্রেসের তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।
এই অ্যাপ উদ্বোধনের পর শিয়ালদহ ডিআরএম এসপি সিং বলেন, জিপিএস বেসড ইনফরমেশন হওয়ায় প্রকৃত তথ্য মিলবে এবং সমস্যা মিটবে সাধারণ মানুষের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছেন এই অ্যাপ।

 

Related articles

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...
Exit mobile version