Monday, August 25, 2025

এবার করোনা-টিকা ষাটোর্ধ্বদের, বেসরকারি ক্ষেত্রে দাম দিতে হবে, ঘোষণা কেন্দ্রের

Date:

সারা দেশজুড়ে করোনাভাইরাসের প্রথম ধাপের টিকাকরণ শেষের পথে। পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপের টিকাকরণ। কেন্দ্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের টিকাকরণ হবে ষাটোর্ধ্বদের এবং যাঁদের ৪৫ বছর বয়স এবং কোমর্বিডিটি রয়েছে তাঁদের। এছাড়াও এবার ২০,০০০ বেসরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। তবে তার জন্য টাকা লাগবে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর জানিয়েছেন, দেশজুড়ে ১০,০০০ সরকারি হাসপাতালে মিলবে করোনার ভ্যাকসিন। পাশাপাশি দ্বিতীয় ধাপের টিকাকরণের সময় অর্থাৎ পয়লা মার্চ থেকে ২০,০০০ বেসরকারি হাসপাতালেও মিলবে করোনাভাইরাসের ভ্যাকসিন। তবে সরকারি হাসপাতাল থেকে নিখরচায় টিকা পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালে টাকা দিয়েই নিতে হবে করোনা ভ্যাকসিন। তবে এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিলে কত দাম দিয়ে তা কিনতে হবে। জাভেড়কর জানাচ্ছেন, কিছু দিনের মধ্যেই সেই দাম ঠিক করে দেওয়া হবে।

আরও পড়ুন-শরীরের তাপমাত্রা কত হলে ভোটাররা দিতে পারবেন ভোট? জানাল কমিশন

দ্বিতীয় ধাপে ২৭ কোটি মানুষকে দেওয়া হবে করোনা টিকা। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। প্রথম ধাপে প্রধানত সামনের সারির করোনা যোদ্ধাদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।

ভারত এখনও অবধি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিন অনুমোদন করেছে। কোভিশিল্ড (অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা নির্মিত, এবং পুনের সিরাম ইনস্টিটিউট দ্বারা উত্পাদিত) এবং কোভাক্সিন (হায়দরাবাদ ভারত বায়োটেকের তৈরি)। তৃতীয়, রাশিয়ার স্পুটনিক ভি-ও জরুরি অবস্থার জন্য আবেদন করেছে। এটি বুধবার একটি SEC অর্থাৎ বিষয় বিশেষজ্ঞ কমিটি (subject expert committee) বিবেচনা করবে। স্পুটনিক ভি, যা দেশের ১৬০০ জনের ওপর প্রয়োগ করা হয়েছে। ট্রায়াল চলছে। স্পুটনিক ভি-এর কার্যকারিতা হার ৯১.৬ শতাংশ, যা কোভিশিল্ডের চেয়ে ৭০ শতাংশ বেশি।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version