Friday, July 4, 2025

জ্বর থাকলে ভোট দিতে হবে ৫টার পর, মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে ২ জন, নির্দেশ কমিশনের

Date:

একুশের ভোটের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission ) একাধিক ভোট-বিধি জানিয়ে দিলো৷

ফের মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন স্ট্রেন ( New Corona Setai)৷ নয়া এই স্ট্রেন ইতিমধ্যেই বেসামাল করেছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব,জম্মু ও কাশ্মীর-সহ প্রায় ৭ রাজ্যকে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবারই জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৭৪২ জন৷ মৃত্যু হয়েছে ১০৪ জনের৷

করোনা (Covid 19) সংক্রমণ ফের আতঙ্কের আবহ তৈরি করলেও ‘আপাতত’ ঠিক আছে পশ্চিমবঙ্গ (WB)-সহ দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট (Assembly Election 2021) হবে আগামী ২-৩ মাসের মধ্যেই৷ ২০২০-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভোটের প্রশ্নই নেই, গোটা দেশ ফের চলে যাবে লকডাউনে৷ তাই কোভিড সতর্কতা বজায় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নিলো রাজ্য নির্বাচন কমিশন৷

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর,

◾১০০.৪ ডিগ্রির বেশি যদি শরীরের তাপমাত্রা হয়, তবে কোনও ভোটারকে এবার বুথে ঢুকতে দেওয়া হবে না। তাঁকে অপেক্ষা করতে হবে।

◾জ্বরাক্রান্ত ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সময়।

◾শরীরের তাপমাত্রা কমলে বিকেল ৫টা থেকে ৬টার সময় ভোট দিতে পারবেন ওই ভোটাররা।

◾এই ভোটারদের আলাদা টোকেন ইস্যু করবে কমিশন৷

◾এবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা ২ জনের বেশি কর্মী-সমর্থক নিয়ে যেতে পারবেন না।

◾আগে ৪টি গাড়ি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যেতে পারতেন প্রার্থীরা। এবার গাড়ি নিয়ে যাওয়া যাবে না।

◾কোনও রাজনৈতিক দলের তারকা-প্রচারকের (Star-Campaigner) সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে।

◾রাজ্যে এই মুহুর্তে ২০ শতাংশ বুথ অতি স্পর্শকাতর।

◾দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাকে “স্পর্শকাতর জেলা” হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

আরও পড়ুন- হঠাৎ বাতিল সফরসূচি, চলতি সপ্তাহে রাজ্যে আসছেন না উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version