Thursday, November 13, 2025

মোতেরায় প্রথম ম‍্যাচ, মন খারাপ সৌরভের, টুইট করে বললেন ‘মিস করব’

Date:

বুধবার মোতেরা স্টেডিয়ামে শুরু হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ। তার আগে মন খারাপ বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( sourav ganguly)। টুইট করে মন খারপের কথা নিজেই জানালেন মহারাজ।

বুধবার মোতেরা স্টেডিয়ামে পিঙ্ক বলের( pink ball) দিন রাতের টেস্ট খেলতে নামছে ভারতীয় দল( india team)। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে যখন মাঠে নামবে টিম ইন্ডিয়া, তখন মাঠে না থাকতে পারায় মন খারাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন মহারাজ টুইট করে লেখেন,” আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।”

পাশাপাশি জয় শাহকে টুইট করে শুভেচ্ছা জানান সৌরভ। এদিন তিনি জয় শাহের উদ্দেশে টুইট করে লেখেন,” গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।”

জবাবে জয় শাহ টুইট করে লেখেন, “ধন্যবাদ সৌরভ ভাই। তোমাকে মিস করব।”

আরও পড়ুন:গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে বড়সড় চোট

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version