‘টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি’, প্রাথমিকে স্থগিতাদেশ প্রসঙ্গে পার্থ

পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)

রাজ্যে  প্রায় ১৬ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court)। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি।’ প্রাথমিকে শিক্ষক নিয়োগে একাধিক প্রক্রিয়ায় গরমিলের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে আইনবহির্ভূত কিছু হয়েছে বলে মনে করেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘টেটে অনিয়ম হয়েছে বলে শুনিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছি কোর্টকে ভালো করে বোঝান। তারা মনে করলে উচ্চ আদালতেও যেতে পারে। আমরা দ্রুত নিয়োগ শেষ করতে চাই।

প্রসঙ্গত, মঙ্গলবার চাকরির দাবিতে বেশ কিছু এসএসসি প্রার্থী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান।এই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে নাকতলার ওই অঞ্চল। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।

আরও পড়ুন- বেসরকারিকরণের প্রতিবাদ, ১৫-১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

Advt

Previous articleশারীরিক অবস্থার অবনতি , হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী
Next article৫৪ দম্পতির সংসার বাঁচালেন বিচারক