বেসরকারিকরণের প্রতিবাদ, ১৫-১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

১৫ এবং ১৬ মার্চ সারাদেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। হায়দরাবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র সরকারের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ব্যাঙ্ক ধর্মঘট। কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটবে। তবে কোন দুটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে তা খোলাসা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন।

আগামী মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু তার আগে ১৩ ও ১৪ মার্চ দ্বিতীয় শনিবার এবং রবিবার থাকায় টানা ১৩ থেকে ১৬ মাচ্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক।  ফলে ব্যাঙ্কের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে চলেছে। ব্যাংক ধর্মঘটের ফলে সাধারণের ভোগান্তির আশঙ্কা।

আরও পড়ুন- অবশেষে পূর্ব বর্ধমান থেকে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতার দুই পুত্রও

Advt

Previous article৬ ঘন্টা ট্রেনিং করে ২০ টাকার টিফিন! বিক্ষোভ ভোটকর্মীদের
Next articleশারীরিক অবস্থার অবনতি , হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী