দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক অশ্বিন

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium) অনন্য নজির গড়লেন রবীচন্দ্রন অশ্বিন( ravichandran ashwin)। আর্চারকে আউট করে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট পাওয়ার নজির গড়লেন তিনি। কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং এর পর চারশোর এলিট ক্লাবে ঢুকে পড়লেন অশ্বিন।

ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবে চারশো উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে অবশ্য অশ্বিনের আগে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার মুরলীধরন।

অশ্বিনের এই মাইলস্টোনে খুশি অধিনায়ক বিরাট কোহলি। এদিন তিনি বলেন,” অশ্বিন দেশের হয়ে যা যা করছে, তাতে গর্ববোধ হয়। ৪০০ উইকেটের মালিক এটা দারুণ। ওর সামনে এখনও অনেক ম‍্যাচ আছে। ও আরও এগিয়ে যাবে।”

আরও পড়ুন:তৃতীয় টেস্টে দুরন্ত জয় ভারতের, ইংল‍্যান্ডকে ১০ উইকেটে হারাল ‘বিরাট’ বাহিনী

Advt

Previous articleশুক্রবার বনধের মুখে দেশ, প্রভাব পড়তে পারে যান চলাচলে
Next articleকুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার