Friday, December 19, 2025

কীভাবে চলবে বাংলা? রাজ্যজুড়ে ‘সাজেশন বক্স’ বসিয়ে মানুষের পরামর্শ নেবে বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ দখলের লড়াইয়ে কোনরকম কার্পণ্য করছে না গেরুয়া শিবির। বঙ্গবাসীর মন জয় করতে বিজেপির একের পর এক কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এসব কিছুর মাঝেই এবার বাংলার মানুষকে কাছে টানতে এক নয়া কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। বৃহস্পতিবার হেস্টিংসের বিজেপি(BJP) কার্যালয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নাড্ডা। সেখানেই বাংলার মানুষ বাংলার উন্নয়নের জন্য কী চায় তা জানতে ২৯৪ টি কেন্দ্রে সাজেশন বক্স(suggestion box) বসানোর কর্মসূচির ঘোষণা করে দিলেন তিনি। মানুষের পরামর্শ নিতে রাজ্যে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মানুষের কাছে পৌঁছোতে ট্যাবলো উদ্বোধনও করেন জেপি নাড্ডা। এই ট্যাবলো রাজ্যের সমস্ত প্রান্তে পৌঁছে মানুষের কাছ থেকে পরামর্শ নেবে।

বৃহস্পতিবার ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। এছাড়াও বুথে বুথে এবং বাড়ি বাড়ি গিয়ে বাংলার উন্নয়নের জন্য মানুষের পরামর্শ নেবেন বিজেপি কর্মীরা। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।’ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয় সোনার বাংলা গড়তে বিজেপি কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। বাংলার মনীষীদের দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠবে এই সোনার বাংলা।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘এই সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন।’ এছাড়াও, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালু হবে, কাটমানি সংস্কৃতি, মাওবাদী তৎপরতা, কয়লা পাচারের মতো ঘটনা বন্ধ করা হবে বলেও জানান জেপি নাড্ডা।

আরও পড়ুন:ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

এ পাশাপাশি চেনা ছকে তৃণমূল সরকার কেউ আক্রমণ করতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। তিনি বলেন, ‘এই সরকারের আমলে বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। আমরা সেই হৃত গৌরব আবার পুনরুদ্ধারের চেষ্টা করব। আগামী দিনে বাংলা আবার দেশকে পথ দেখাবে।’ এর সঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি সংস্কৃতি, আম্ফান দুর্নীতি সহ আরো একাধিক ইস্যুতে সরব হয়ে উঠতে দেখা যায় নাড্ডাকে। উল্লেখ্য, এদিন হেস্টিংস বিজেপির এই অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগদান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন ওই অভিনেত্রী।

Advt

spot_img

Related articles

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...

শনিবারই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা, গিল-ঈশানের নাম নিয়ে চর্চা

ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শেষেই বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা। শনিবার দুপুরে বোর্ডের সদর দফতরে সাংবাদিক সম্মেলনের...