Saturday, August 23, 2025

কীভাবে চলবে বাংলা? রাজ্যজুড়ে ‘সাজেশন বক্স’ বসিয়ে মানুষের পরামর্শ নেবে বিজেপি

Date:

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ দখলের লড়াইয়ে কোনরকম কার্পণ্য করছে না গেরুয়া শিবির। বঙ্গবাসীর মন জয় করতে বিজেপির একের পর এক কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এসব কিছুর মাঝেই এবার বাংলার মানুষকে কাছে টানতে এক নয়া কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। বৃহস্পতিবার হেস্টিংসের বিজেপি(BJP) কার্যালয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নাড্ডা। সেখানেই বাংলার মানুষ বাংলার উন্নয়নের জন্য কী চায় তা জানতে ২৯৪ টি কেন্দ্রে সাজেশন বক্স(suggestion box) বসানোর কর্মসূচির ঘোষণা করে দিলেন তিনি। মানুষের পরামর্শ নিতে রাজ্যে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মানুষের কাছে পৌঁছোতে ট্যাবলো উদ্বোধনও করেন জেপি নাড্ডা। এই ট্যাবলো রাজ্যের সমস্ত প্রান্তে পৌঁছে মানুষের কাছ থেকে পরামর্শ নেবে।

বৃহস্পতিবার ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেপি নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। এছাড়াও বুথে বুথে এবং বাড়ি বাড়ি গিয়ে বাংলার উন্নয়নের জন্য মানুষের পরামর্শ নেবেন বিজেপি কর্মীরা। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।’ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয় সোনার বাংলা গড়তে বিজেপি কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। বাংলার মনীষীদের দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠবে এই সোনার বাংলা।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘এই সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন।’ এছাড়াও, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালু হবে, কাটমানি সংস্কৃতি, মাওবাদী তৎপরতা, কয়লা পাচারের মতো ঘটনা বন্ধ করা হবে বলেও জানান জেপি নাড্ডা।

আরও পড়ুন:ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

এ পাশাপাশি চেনা ছকে তৃণমূল সরকার কেউ আক্রমণ করতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। তিনি বলেন, ‘এই সরকারের আমলে বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। আমরা সেই হৃত গৌরব আবার পুনরুদ্ধারের চেষ্টা করব। আগামী দিনে বাংলা আবার দেশকে পথ দেখাবে।’ এর সঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি সংস্কৃতি, আম্ফান দুর্নীতি সহ আরো একাধিক ইস্যুতে সরব হয়ে উঠতে দেখা যায় নাড্ডাকে। উল্লেখ্য, এদিন হেস্টিংস বিজেপির এই অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগদান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন ওই অভিনেত্রী।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version