Saturday, November 8, 2025

গত লোকসভার ভাড়া  বাকি তাই এবার ভোটে  বাস দিতে চাইছে না মালিকরা

Date:

এখনি ভোট (West Bengal assembly election)ঘোষণা হলে ভোটের কাজে বাস পাওয়া মুশকিল হবে। এমনটাই জানিয়েছে বাস মিনিবাস সংগঠন। বেসরকারি বাস মিনিবাস (Mini Bus) মালিক সংগঠন কর্তাদের দাবি, গত লোকসভা (2019 Lok Sabha Election) ভোটে ব্যবহার হওয়া বাসের ভাড়াই এখনও মেলেনি। তাই ভোটের কাজ (West Bengal Assembly Election 2021) পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ বাস (Bus) পেতে কালঘাম ছুটতে পারে নির্বাচন কমিশনের (Election Commission Of India।

সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় প্রায় ৫ হাজার বাস এবং ১ হাজার মিনিবাস ভাড়া নেওয়া হয়েছিল। বেসরকারি বাস ও মিনিবাস মালিক সংগঠনের কর্তাদের দাবি, দু’বছর কেটে গেলেও ১০ থেকে ২০ শতাংশ বাসের ভাড়া এখনও মেটানো হয়নি। কবে তা মেটানো হতে পারে তেমন কোনও আশ্বাসও মেলেনি। বকেয়া ভাড়া না মেটানো হলে ভোটের জন্য আর বাস ছাড়তে তাঁরা রাজি নন। তা ছাড়া করোনার জন্য বহুদিন বন্ধ ছিল বাস পরিষেবা। এখন বাস চললেও তা পরিমাণে খুব সীমিত সংখ্যায় চলছে। আনলক পর্ব পেরিয়ে এখন দিনে গড়ে সাড়ে ৩ হাজার বাস ও সাড়ে ৪০০ মিনি বাস চলছে।

এই অবস্থায় বাসের ভাড়া দিন প্রতি ৫০০ টাকা করে বাড়ানোরও দাবি জানিয়েছেন বাস সংগঠনের কর্তারা। তাঁদের আরও দাবি, চালক ও সহকারী চালককে দৈনিক ৫০০ টাকা করে মজুরি দিতে হবে।

যদিও এই দাবি মানা হবে কিনা, সে ব্যাপারে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে দাবি মানলেও বাস পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version