Tuesday, May 6, 2025

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন ৪ সাফাই কর্মী। কুঁদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২ ঘণ্টার চেষ্টায় তাঁদের ৪ জনকে উদ্ধার করে দমকলবাহিনী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন  মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে জনকে এসএসকেএম(SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দু’জনকে বাঘাযতীন হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন।

কলকাতা পুরসভার ঠিকাকর্মী ছিলেন ওই ৪ জন। এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য, বেলা সাড়ে ১২ টা নাগাদ তাঁরা ম্যানহোল পরিষ্কার করতে নামেন। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়। ওই ৪ জনের কোনও সাড়া পাওয়া না গেলে,  ম্যানহোলের বাইরে থাকা কর্মীরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সহকর্মীরা পুলিশ ও দমকলে খবর দেন।

জানা যায়, প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রথম অবস্থায় দমকল এলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, স্থানীয়দের চেষ্টাতেও ব্যর্থ হতে হয়। এরপর খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে।  শেষে ডুবুরি নামিয়ে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্কটজনক অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁরা কেউই প্রাণে বাঁচেননি।

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...
Exit mobile version