Tuesday, November 4, 2025

আব্বাসের দলের সঙ্গে ‘খাপ খাওয়া’তে পারছে না কংগ্রেস? সোনিয়াকে চিঠি দিয়ে কী বললেন মান্নান

Date:

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে ‘খাপ খাওয়া’তে পারছে না কংগ্রেস। দক্ষিণবঙ্গে আসন রফা চূড়ান্ত হলেও উত্তরবঙ্গে নয়। মূলত, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় কংগ্রেসের অনড় অবস্থানের জেরে জট কাটছে না বলে অভিযোগ আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে জোটের আলোচনা থেকে মুক্তি চাইলেন দলনেতা আবদুল মান্নান। অন্যদিকে বামেদের সঙ্গে আসন রফায় কোনও সমস্যাই নেই বলে আগেই জানিয়েছেন আব্বাস।

কংগ্রেসের তরফে শুরু থেকে আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনা চালাচ্ছেন আবদুল মান্নান। মান্নানি সোনিয়াকে চিঠি দিয়ে আব্বাসের দলের সঙ্গে জোটের গুরুত্ব বুঝিয়েছিলেন। সেই আবদুল মান্নানই চিঠি দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জানিয়েছেন,’ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট প্রক্রিয়ায় থাকতে পারব না।’ নিজেদের শক্তি বুঝে বামেরা আইএসএফের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু, কংগ্রেস অনড়। মুর্শিদাবাদ ও মালদহে একটিও আসন ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ এমন আচরণে ঘনিষ্ঠমহলে উষ্মাপ্রকাশ করেছেন আবদুল মান্নান। আর সে কারণেই সোনিয়াকে চিঠি দিলেন তিনি।

আরও পড়ুন-ভোটে চমক দিতে নির্বাচন কমিশনের বুথ অ্যাপ! থাকবে ভোটারের সব তথ্য

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সমস্যা থাকলেও আব্বাস সিদ্দিকির কোনও সমস্যা নেই বামেদের সঙ্গে। কিন্তু, মুর্শিদাবাদ, মালদহ নিয়ে কংগ্রেসের গোঁ ধরায় জটিলতা বেড়েছে। সিপিএমও চাইছে একটা ইতিবাচক সমাধান হোক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বা শুক্রবার আরও এক দফা বৈঠকে বসতে পারে তিনপক্ষ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version