Saturday, May 3, 2025

কুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার

Date:

কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করল কলকাতা পুরসভা (KMC)। কুঁদঘাট ম্যানহোল কাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা পুরসভা। একইসঙ্গে আহতদেরও পুরসভার তরফে আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে পুরসভা। এর পাশাপাশি, কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল? তার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা।

১১৪ নম্বর ওয়ার্ড এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারান ৪ সাফাই কর্মী। কুঁদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২ ঘণ্টার চেষ্টায় তাঁদের ৪ জনকে উদ্ধার করে দমকলবাহিনী। কলকাতা পুরসভার ঠিকাকর্মী ছিলেন ওই ৪ জন। এলাকায় পাম্পিং স্টেশন তৈরির কাজের জন্য, বেলা সাড়ে ১২ টা নাগাদ তাঁরা ম্যানহোল পরিষ্কার করতে নামেন। কাদা এবং পলি জমে ওই ম্যানহোল আটকে গিয়েছিল। সেই ম্যানহোল পরিষ্কার করতে নেমে দীর্ঘক্ষণ কেটে যায়। ওই ৪ জনের কোনও সাড়া পাওয়া না গেলে,  ম্যানহোলের বাইরে থাকা কর্মীরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সহকর্মীরা পুলিশ ও দমকলে খবর দেন। জানা যায়, প্রায় ২ ঘন্টা ভিতরে জলের মধ্যে আটকে ছিলেন তাঁরা। প্রথম অবস্থায় দমকল এলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, স্থানীয়দের চেষ্টাতেও ব্যর্থ হতে হয়। এরপর খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে। শেষে ডুবুরি নামিয়ে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁরা কেউই প্রাণে বাঁচেননি।

আরও পড়ুন- পেট্রোপণ্যের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version