Sunday, November 16, 2025

বকেয়া না মেটালে নির্বাচনে গাড়ি না দেওয়ার হুমকি ট্রাক অ্যাসোসিয়েশনের

Date:

গত নির্বাচনের বকেয়া টাকা না মেটালে এবার আর গাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিল ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। বকেয়া টাকা মেটাতে অনুরোধ করে এবং অন্যান্য দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ট্রাক মালিকরা। বকেয়া টাকা না দেওয়া হলে একুশের নির্বাচন বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংগঠনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের কাজে গোটা রাজ্যে তাঁদের ৫০ থেকে ৬০ হাজার গাড়ি নেয় নির্বাচন কমিশন। এক মাস আগেই এই গাড়ি নেয় কমিশন। গাড়ি ভাড়া বাবদ প্রতিদিন ১৫০০ টাকা এবং গাড়িচালক ও তাঁর সহকারীর খাওয়া খরচ বাবদ প্রতিদিন ১৭০ টাকার চুক্তি হয়েছিল। নিয়মানুযায়ী কলকাতার ক্ষেত্রে লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর এবং জেলায় ট্রেজারি বা জেলাশাসকের দপ্তর থেকে এই টাকা দেওয়ার কথা। অথচ এক নির্বাচন শেষ হয়ে আরেক নির্বাচন চলে এলেও মেটানো হয়নি টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও টাকা পাওয়া যায়নি। ফলে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বকেয়া টাকা না পেলে এবার আর গাড়ি দেওয়া হবে না। পাশাপাশি এবারের নির্বাচনে গতবারের থেকে গাড়ি ভাড়া বাড়ানো এবং চালক ও সহকারীর খাওয়ার খরচ বাড়ানোর দাবিও করা হবে। তাদের দাবি, ‘গাড়ি ভাড়া বাবদ লাগবে প্রতিদিন ৩,০০০ টাকা এবং চালক ও তাঁর সহকারীর জন্য দিতে হবে ৫০০ টাকা করা হোক।

আরও পড়ুন- শুক্রবার বনধের মুখে দেশ, প্রভাব পড়তে পারে যান চলাচলে

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version