ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচ জিতে লিগ শেষ করতে চান ফাউলার

শনিবার ২০২০-২০২১ আইএসএলের ( isl 2020-2021) শেষ ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রতিপক্ষ ওড়িশা এফসি( odisha fc)। ১৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে ওড়িশা। ওপর দিকে ১৯ ম‍্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে ইস্টবেঙ্গল। শেষ এইসব পরিসংখ্যানের দিকে না তাকিয়ে, শেষ ম‍্যাচে জয় চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। নির্বাসন কাটিয়ে শনিবার দলের সঙ্গে থাকবেন তিনি।

শনিবারের এই ম‍্যাচ কার্যত দুই দলের নিয়ম-রক্ষার ম‍্যাচ। তবুও লিগ টেবিলের লাস্ট বয়ের বিরুদ্ধে জয় দিয়ে লিগ শেষ করতে চান ফাউলার। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলেননি মাঘোমা, ড‍্যানি ফক্সরা। দলে ছিলেন না পিলকিংটন। চোট থাকায় নামেননি নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। তবে ওড়িশার বিরুদ্ধে পুরো শক্তি মাঠে নামাবেন কিনা তা এখনও তা স্পস্ট করেননি। তবে দলের ফুটবলারদের ওড়িশার বিরুদ্ধে ভাল খেলার কথাই বলেছেন তিনি।

প্রথম লেগে এই ওড়িশার এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের শেষ ম‍্যাচে সেই ধারাই ধরে রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান

Advt

Previous articleবাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি
Next articleফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ১৯৩৯ পয়েন্ট নামল সেনসেক্স