ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ১৯৩৯ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,০৯৯.৯৯ (⬇️ -৩.৮০%)

🔹নিফটি ১৪,৫২৯.১৫ (⬇️ -৩.৭৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে শুক্রবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ১,৯৩৮ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। শেয়ারবাজার এক ধাক্কায় এতখানি নিচে নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। শেষ কবে এক ধাক্কায় এতোখানি নিচে নেমেছে শেয়ারবাজার তা মনে করতে পারছেন না অর্থনীতিবিদরাও। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১,১৩৯.৩২ পয়েন্ট বা -৩.৮০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,০৯৯.৯৯। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৫৬৮.২০ পয়েন্ট বা -৩.৭৬ শতাংশ নেমে হয়েছে ১৪,৫২৯.১৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর শুক্রবার এতোখানি ধাক্কা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বাংলায় আট দফায় নির্বাচনকে কটাক্ষ চিরঞ্জিতের 

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Previous articleওড়িশার বিরুদ্ধে ম‍্যাচ জিতে লিগ শেষ করতে চান ফাউলার
Next articleভোট ঘোষণার দিনই ‘মুখ্যমন্ত্রী’-মুখ খুঁজে পেয়েছে বঙ্গ-বিজেপি, তুঙ্গে জল্পনা, বিতর্কও