Saturday, May 17, 2025

প্রায় ৭৫ মিনিট (75 minutes marathon talk)ধরে কথা হল দু -দেশের বিদেশমন্ত্রীর। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) আলোচনা করলেন দীর্ঘসময় ধরে। তারপরেই বরফ গলল। দশ দফা সামরিকস্তরে বৈঠকের পর অবশেষে পূর্ব লাদাখের প্যাংগং হ্রদ (Pangong Lake)-এর পাশ থেকে সেনা প্রত্যাহার করেছে দুই দেশই। এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) থেকেও সেনা সরবে বলে জানা গিয়েছে। গত বছরের এপ্রিল থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) in ঘিরে ভারত-চিনের মধ্যে সংঘর্ষ শুরু। তারপরই কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল। এরপর শুক্রবার বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সেই অচলাবস্থা কেটেছে বলেই মনে করা হচ্ছে। আগামিদিনে কোন পথে সেনা প্রত্যাহার করা হবে, সেই বিষয়েই আলোচনা করলেন দুই দেশের বিদেশমন্ত্রী।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াং ই-র সঙ্গে ৭৫ মিনিট ধরে সদর্থক আলোচনা হয়েছে। প্রতিটি সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হলে দুই দেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করবে এবং সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে হবে।

অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই(Wang Yi)-ও প্যাংগং থেকে সেনা প্রত্যাহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ফোনালাপে তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় শান্তি ফেরাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য দুই পক্ষকেই সমানতালে প্রচেষ্টা চালাতে হবে এবং বিভিন্ন স্তরে দুই দেশ যাতে সহমত হয়, সেই বিষয়টিও প্রতিস্থাপিত করতে হবে। সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় নিয়ন্ত্রণের বিষয়টি আরও উন্নত পর্যায়ের হতে হবে।”


 

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...
Exit mobile version