এএফসি চ্যাম্পিয়ন্স লিগই পাখির চোখ বাগান ব্রিগেডের

0
1

রবিবার আইএসএলে( isl) হাইভোল্টেজ ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি(mumbai city fc)। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচকে ফাইনাল ধরে নিয়েই মাঠে নামছে হাবাসের দল।

পাখির চোখ এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। তাই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছে না এটিকে মোহনবাগান। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। রবিবারের ম‍্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চাইছেন হাবাস।

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরছেন এদু গার্সিয়া। মার্সেলিনহো পুরো ফিট, তিনিও খেলবেন রবিবারের ম‍্যাচে। ফলে মাঝমাঠ যে শক্তিশালী হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাই রবিবার মুম্বই ম‍্যাচে যে পুরো শক্তি নিয়ে মাঠে নামবে বাগান ব্রিগেড।

এদিন মুম্বই ম‍্যাচ নিয়ে হাবাস বলেন,” আমরা শুধু জয়ের কথা ভাবছি। ড্র করার কথা মাথায় আনছি না। সেটা নিয়ে ছেলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কারণ ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলব।”

প্রথম লেগে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। সেই হারের ক্ষত এখনও দগদগে হবাসের মনে। সেই ম‍্যাচের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর গোটা বাগান শিবিরের। এদিন সাংবাদিক সম্মেলনে মুম্বই ম‍্যাচ নিয়ে বলেন,”বিপক্ষকে অবশ্যই সম্মান জানাতে হবে। তবে সেটা করতে গিয়ে তো ম্যাচটা ওদের হাতে তুলে দিতে পারব না। গত ম্যাচে কী হয়েছে, সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই। আমাদের পরিকল্পনা তৈরি আছে। সেটা রবিবার খেলা শুরু হলেই দেখতে পারবেন।”

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা