Sunday, November 9, 2025

সিপিএমের প্রার্থী তালিকায় JNU-এর ঐশী-দীপ্সিতা, কসবায় ফের তরুণ প্রজন্মের শতরূপ

Date:

বাংলায় বিধানসভা ভোটের (Assembly Election) নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবার সকলের নজর রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকার (Candidate List) দিকে। আগামী সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে ডান-বাম সব পক্ষ। বঙ্গের হাইভোল্টেজ নির্বাচনে প্রতিটি দলই প্রার্থী হিসেবে নতুন প্রজন্মের (New Generation) মুখকে গুরুত্ব দিতে চাইছে। আলিমুদ্দিনের খবর, সিপিএমও (CPIM) অগ্রাধিকার দিতে চলেছে তরুণ প্রজন্মকে। আপাতত ঠিক হয়েছে ৪০ শতাংশ প্রার্থীর বয়স হবে ৪০ বছরের কম। সেই অনুযায়ী প্রার্থী বাছাইও প্রায় সেরে রেখেছেন বিমান বসু (Biman Bose), সূর্যকান্ত মিশ্ররা (Suriyakanta Mishra)।

গতবারে সিপিএমের জয়ী প্রার্থীরা এখনও যাঁরা দলে রয়েছেন, তাঁদের নিজ নিজ কেন্দ্রে টিকিট নিশ্চিত। পরাজিত প্রার্থীদের মধ্যেও অনেকে এবারও টিকিট পাবেন। যেমন, কসবা কেন্দ্রে গতবার তৃণমূলের মন্ত্রী জাভেদ খানের কাছে হেরেছিলেন সিপিএমের নতুন প্রজন্মের পরিচিত নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh), এবার ওই কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন তিনি।

কিন্তু চমক অন্য জায়গায়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তনীকে এবার প্রার্থী করতে চলেছে সিপিএম। সূত্রের খবর, দুর্গাপুর আসনে লড়তে পারেন JNU ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ (Oishi Ghosh)। হাওড়ার কোনও কেন্দ্র থেকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে লড়াই পারেন আরেক JNU প্রাক্তনী দীপ্সিতা ধর (Dipshita Dhar)। এই দুই ছাত্র নেত্রী খুব জনপ্রিয়।

JNU-তে এবিভিপি ছাত্র সংগঠনের হামলার পরে দুর্গাপুরের ভুমিকন্যা ঐশীর নাম সংবাদ শিরোনামে উঠে আসে। বামপন্থী পরিবারের বড় হয়েছেন ঐশী। তাঁর বাবা দেবাশিস ঘোষ বাম শ্রমিক সংগঠন সিটুর সক্রিয় সদস্য। সম্প্রতি, বাম ছাত্র-যুব সংগঠনগুলোর নবান্ন অভিযানে মইদুল মিদ্দার মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ঐশী।

JNU-এর প্রাক্তনী দীপ্সিতা ধরও সুবক্তা হিসেবে পরিচিত। বাংলায় বেশ কিছুদিন ধরেই বেশ বাম রাজনীতিতে সক্রিয় দীপ্সিতা ধর। বামেদের একাধিক মিটিং মিছিলে ঝাঁঝালো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে নব প্রজন্মের এই নেত্রীকে।

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দীপ্সিতা। পুলিশি লাঠির মুখেও সহকর্মীকে আগলে রাখার ছবি দীপ্সিতাকে আলাদা পরিচয় দিয়েছে।

অন্যদিকে, DYFI রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জির নামও প্রার্থী হিসেবে উঠে আসছে। ক্ষুরধার বক্তব্যের জন্য বাম ছাত্র-যুবদের খুব পছন্দের নেত্রী মীনাক্ষী। তিনিও নবান্ন অভিযানে সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

২০১১ সালে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বামেদের পুরোনো ও রক্ষণাত্মক ভাবধারা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। পাকা চুলের নেতারা তারপরও নিজেদের জায়গা ছাড়েননি। ফলে নতুন প্রজন্ম ক্রমাগত মুখ ফিরিয়েছে সিপিএম থেকে। ভোট শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। দলের অন্দরেও যা নিয়ে জোর সমালোচনা হয়েছে। অতঃপর একুশের হাইভোল্টেজ নির্বাচনে এবার তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিতে চলেছে আলিমুদ্দিন। ক্ষমতায় ফেরা হোক বা না হোক, অন্তত নিজেদের ভোটের কিছুটা যদি উদ্ধার করা যায়, সেই চেষ্টাতেই এখন বুক বাঁধছে সিপিএম।

আরও পড়ুন- বাইডেনের মন বুঝেই ভারতের প্রতি সুর নরম চিন-পাকিস্তানের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version