Monday, November 10, 2025

ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল

Date:

ভোট ঘোষণা হয়েছে শুক্রবার ৷
আর শনিবারই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷

বীরভূমের বোলপুরে শনিবার ‘কোয়াক’ চিকিৎসকদের এক সম্মেলনে হাজির ছিলেন অনুব্রত মন্ডল। ওই মঞ্চ থেকে ফের ‘খেলা হবে’ স্লোগানও দেন অনুব্রত মন্ডল!

আর এই স্লোগান যখন যখন চলছে তখন ওখানে উপস্থিত নির্বাচন কমিশনের (ECI) একাধিক অফিসার। শুধু হাজির থাকাই নয়, কমিশনের ওই অফিসাররা অনুব্রতর এদিনের গোটা সভার ভিডিওগ্রাফিও করেছেন।এই নজরদারির ঘটনার প্রতিক্রিয়ায় অনুব্রত স্পষ্ট বুঝিয়েছেন, এতে তাঁর কিছু যায় আসে না৷

শুক্রবার ভোট ঘোষণার পরেও অনুব্রত মন্ডল বলেছিলেন, “কাল থেকে খেলা হবে”৷ শনিবার সেইমতো ‘খেলতে’ নামেন তিনি৷ এদিনের সভায় ফের হুঙ্কারের সুরেই ‘খেলা হবে’ প্রসঙ্গ তোলেন অনুব্রত। তখনই প্রথম নজরে আসে সভায় হাজির নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কমিশনের তরফে অনুব্রত মন্ডলের গোটা সভার ভিডিওগ্রাফি করা হয়েছে৷ আর তারপরই জেলাজুড়ে প্রশ্ন উঠেছে, এবার কি ভোট ঘোষণামাত্রই অনুব্রত মন্ডলকে নজরবন্দি করা হল । প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতের প্রায় প্রতি ভোটেই অনুব্রত কমিশনের নজরবন্দি ছিলেন। কিন্তু আগে কখনই এভাবে তাঁর সভা ক্যামেরাবন্দি করা হয়নি।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সাফ মন্তব্য, “আমি চোর না ডাকাত যে আমাকে ঘরবন্দি করবে? যত আইন সব ওরাই জানে? সব আইন ওই দাড়িওয়ালার কাছে আছে? আমাদের কাছে কিছু নেই? সাধারণ মানুষ কি বোকা? নির্বাচন কমিশনের সামনে খেলা হবে নাকি? খেলা সবসময় হবে। রাতে হবে। বিকেলে হবে। ভোটের দিন বড় খেলা হবে!”
অনুব্রত যখন এই মন্তব্য করছেন, তখন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন প্রতিনিধিরা৷

আরও পড়ুন- সিপিএমের প্রার্থী তালিকায় JNU-এর ঐশী-দীপ্সিতা, কসবায় ফের তরুণ প্রজন্মের শতরূপ

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version