ভোট ঘোষণা হতেই পিকের ভোকাল টনিক, তৃণমূল ২০০ পেরোবে অনায়াসে

বাংলার রাজনৈতিক বাতাবর্তে পেশাদার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাহায্য এর আগে দেখেনি সেভাবে রাজ্যবাসী। তাই তা নিয়ে বিস্তর জলঘোলা, আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসে প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে সমালোচনা হয়েছে দলের অন্দরে ও বাইরে। তবুও তিনি আছেন।
তৃণমূলের এবারের রাজনৈতিক আবহে ঘুঁটি সাজানোর অন্যতম কাণ্ডারী প্রশান্ত কিশোর ।
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়েছেন পিকে। ভোটের ময়দানে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তিনি টুইট করে জানিয়েছিলেন, বিজেপি দুই অঙ্কের সংখ্যা পেরোবে না। আর শনিবার টুইটে তিনি লিখেছেন ,দেখে নিন গণতন্ত্রের সঠিক লড়াই হবে পশ্চিমবঙ্গে। এ রাজ্যের মানুষ সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। ২মের ফলাফলের পরে মিলিয়ে নেবেন আমি কি আগে টুইট করেছিলাম।
পিকের এই মন্তব্য একটা কথাই স্পষ্ট করে মনে করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের, এর আগে যারা এই রাজ্যে ক্ষমতায় এসেছেন তারা ২০০র গণ্ডি পার করছেন। এর আগেও তৃণমূলের ক্ষেত্রে সেই একই চিত্র আমরা দেখেছি। ফলে তার এই মন্তব্য কতটা ফলপ্রসূ হয় তা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা।

 

 

Previous articleখেলনা মেলার উদ্বোধনে লাট্টু-গুলতির শৈশবে ফিরে গেলেন প্রধানমন্ত্রী
Next articleনিজের দক্ষতা আর যোগ্যতা প্রমাণ করতে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট দিলীপের