৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা, বিশেষ ক্ষেত্রে ছাড়

ভ্যাক্সিন বেরোলেও করোনা (corona vaccine) নিয়ে আতঙ্ক এখনো কাটেনি। পুরনো করোনাকে কাবু করার আগেই করোনার নতুন স্ট্রেন(new strain of corona) থাবা বসিয়েছে। তাই বিমান চলাচলে  অবাধ অনুমতি এখনো দেওয়া হচ্ছে না। আগামী ৩১ মার্চ পর্যন্ত  আন্তর্জাতিক উড়ান (International flights) চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।  শুক্রবার ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation) এর তরফে এই বিবৃতি জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু রুটের আন্তর্জাতিক উড়ানে ছাড় দেওয়া হয়েছে। কার্গো (Cargo) ও বিশেষ উড়ানগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে “এয়ার বাবল”(Air Bubble)-র ব্যবস্থা করা হয়। এছাড়াও “বন্দে ভারত মিশন”(Vande Bharat Mission)-র মাধ্যমেও ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনা হয়। এই দুটি ক্ষত্রেই ছাড় দেওয়া হয়েছে।

Advt
Previous articleবাগুইআটিতে বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা পুলিশের
Next articleশনিবারের বারবেলাতে আগুন কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন