অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ জনজোয়ার। শনিবার দাসপুর থেকে ঘাটাল- সাড়ে 4 কিলোমিটার রাস্তা রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ। সেই ব়্যালিতে (Rally) বিপুল সংখ্যায় তৃণমূলের কর্মী-সমর্থকরা যোগদান করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ মানুষও।

আরও পড়ুন:নিজের দক্ষতা আর যোগ্যতা প্রমাণ করতে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট দিলীপের
তৃণমূলের প্রচার ট্যাবলো (Tableau) ‘দিদির দূত’ পথে নেমেছে বেশ কিছুদিন। তৃণমূলের প্রথম সারির নেতারা সেই ট্যাবলোতে চড়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এদিন এদিন অভিষেক দিদির দূত সাওয়ার হন। অভিষেক ছাড়াও ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা পদযাত্রা করে ট্যাবলোর আগে ছিলেন। ড্রোনের মাধ্যমে যা ছবি পাওয়া গিয়েছে, তাতে সুদৃশ্য এই রোড শোতে শুধু মানুষের মাথা। যতদূর চোখ যায় ততদূর তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি।
এই সাড়ে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে অনেক সময় লাগে।
