বেশি দফায় ভোটে বিজেপির সুবিধের নয়, মানুষের অসুবিধে কমবে: মত দিলীপের

রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে কমিশন। আর এই নিয়ে বিরোধীদের অভিযোগ, বিজেপির (Bjp) সুপারিশেই এটা করা হয়েছে। বালুরঘাটে (Balurghat) অঘোষিত চা চক্র থেকে তার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “বিজেপি বার বার নিরাপদে ভোটগ্রহণের দাবি করেছিল। বেশি দফায় ভোট করলে বিজেপির সুবিধের নয় ভোটারদের অসুবিধে কম হবে। মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবেন। তাছাড়াও ভোটে হিংসার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন (Election Commission) এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো”। বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে একদফা নির্বাচন করার চেষ্টা চালাবে।

এদিন বালুরঘাটের দিলীপ ঘোষের কোনও ঘোষিত চা-চক্র ছিল না। রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে বালুরঘাট শহরের থানা মোড়ে একটি চায়ের দোকানে বসেন দিলীপ। চা-চক্রের কর্মসূচি না থাকলেও দিলীপ ঘোষ বলেন, এটা তার প্রাত্যহিক অভ্যেস। তাঁর মতে, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়ছে। মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বেড়েছে। সেই কারণেই তাঁকে কাছে পেয়ে বিভিন্ন প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

 

Previous articleকরোনার কারণে পুনে থেকে সরতে পারে বিরাটদের ম‍্যাচ
Next articleমোবাইল গেমপ্রেমীদের জন্য সুখবর! নয়া রূপে ফের ভারতে পাবজি