করোনার কারণে পুনে থেকে সরতে পারে বিরাটদের ম‍্যাচ

করোনার ( corona) কারণে পুনে থেকে সরে যেতে পারে ভারত বনাম ইংল্যান্ডের( india vs england) একদিনের সিরিজ। এমনই চিন্তাভাবনা বিসিসিআইয়ের ( bcci) অন্দরে। মহারাষ্ট্রে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেটা ভেবেই বিকল্প কোনও কেন্দ্র তৈরি করে রাখতে চাইছে বোর্ড।

২৩ থেকে ২৮ মার্চ পুনেয় জৈব সুরক্ষা বলয়ে হবে তিনটি একদিনের ম্যাচ। কিন্তু মহারাষ্ট্রে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চিন্তা বেরেছে বোর্ডের।

চতুর্থ টেস্ট খেলার পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তারপর পুনেয় উড়ে যাওয়ার কথা। কিন্তু যা পরিস্থিতি চলছে, তাতে করোনা বাড়তে থাকলে পুনে থেকে সমস্ত ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। তবে এখনই কোন বিকল্প কেন্দ্রের নাম বলা হয়নি বোর্ডের পক্ষ থেকে। এই মুহূর্তে ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারের খেলা চলছে। তারই মধ‍্যে কোনও একটিতে করা হতে পারে ভারত-ইংল‍্যান্ডের একদিনের ম‍্যাচ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Previous articleকয়লাকাণ্ডে সিবিআই নজরে ব্যবসায়ী রণধীন, আজ জিজ্ঞাসাবাদ নিজাম প্যালেসে
Next articleবেশি দফায় ভোটে বিজেপির সুবিধের নয়, মানুষের অসুবিধে কমবে: মত দিলীপের