প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বক্তব্যের মাঝেই ব্রিগেড- মঞ্চে এলেন ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি৷ সঙ্গে দলের অন্যান্য নেতৃবৃন্দ৷ উপস্থিত জনতা প্রবল উৎসাহে ও স্লোগানে স্বাগত জানায় আব্বাসকে৷ ফলে কিছুক্ষণ বক্তব্য থামাতে হয় অধীরকে৷ ব্রিগেড-মঞ্চে যখন বসে আছেন কয়েক দশক ধরে রাজনীতির ময়দানে থাকা অভিজ্ঞ রাজনীতিকরা, সেই সময় সদ্য রাজনীতিতে আসা আব্বাস সিদ্দিকি যেভাবে জনতার অভিন্দন নিয়ে মঞ্চে পা রাখলেন, তাতে এটা স্পষ্ট হয়েছে এদিনের সভার মূল আকর্ষণ আব্বাস-ই৷
