Saturday, November 8, 2025

ভোট ঘোষণা পর একাধিক বিরোধী দল এক হয়ে ব্রিগেডে জনসভা করছে, অতীতে এমন ঘটনা বঙ্গ- রাজনীতিতে ঘটেনি৷ সেদিক থেকে রবিবারের বাম-কং-সিদ্দিকির(Cpim-Cong-Abbas)ব্রিগেড নিঃসন্দেহে ঐতিহাসিক ৷ রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে মরিয়া এই জোট৷ উদ্যোক্তা তিন পক্ষের দাবি, জমায়েতের নিরিখে আজ নতুন ইতিহাস তৈরি হবে৷ বাংলার রাজনৈতিক মহল, বিশেষত তৃণমূল, এই সমাবেশের দিকে নজর রাখছে৷

আজ ব্রিগেড-মঞ্চ থেকেই এই মহাজোটের আনুষ্ঠানিক নামকরণ হতে চলেছে৷ বামেদের এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছে কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট৷ ‘United Alliance’ বা ‘United Secular Alliance’ গোছের নাম ভাবা হয়েছে৷ এই নাম আজ ঘোষণা হতে পারে৷

এই ব্রিগেড থেকে নতুন কোনও চমক দেওয়ার পরিকল্পনা আপাতত নেই৷ জোর দেওয়া হয়েছে জমায়েতের দিকে৷ একুশের ভোটে এই জোটের প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি যে তাদের থেকে বহু যোজন এগিয়ে, তা জেনেই নজর দিয়েছে জমায়েতের দিকে৷ তাই জমায়েতকে ‘ঐতিহাসিক’ করে সেই নজির ভোটপ্রচারে ব্যবহার করতে চায় তিন শরিকই৷ একই সঙ্গে বার্তাও দিতে চায় এগিয়ে থাকা দুই শক্তিশালী প্রতিপক্ষকে৷

এদিন ব্রিগেডের সুর চড়ানো হবে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের বিরুদ্ধে৷ মূলত, সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ তকমা সেঁটে দেওয়া হবে বিজেপি এবং তৃণমূলের গায়ে৷ আপাতত ঠিক আছে, আজকের ব্রিগেডে বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ডি রাজা, অধীর চৌধুরি, মহম্মদ সেলিম, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকি৷ আসার কথা তেজস্বী যাদবের৷ তবে এখনও তা নিশ্চিত হয়নি৷ সব বক্তাই এক সুরে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে। অসুস্থতার কারণে সশরীরে সভায় হাজির থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সমর্থকদের আবেগকে মর্যাদা দিতে তাঁর বার্তা পাঠ করার চেষ্টা এখনও চালাচ্ছে আলিমুদ্দিন।
অন্যান্যবারের তুলনায় এবারের ব্রিগেডের মঞ্চের আয়তন বেড়েছে অনেকটাই। মঞ্চে যেহেতু একাধিক দলের অনেক নেতাদের বসতে দিতে হবে, তাই এই ব্যবস্থা। মাইকের সংখ্যাও প্রায় শ’দেড়েক বেড়ে দাঁড়িয়েছে ৬২০। মঞ্চের পিছনেও দুটি পৃথক বসার জায়গা তৈরি হয়েছে ছাউনি সহ। গোটা ব্রিগেডে নজরদারি চালানোর জন্য থাকবে ড্রোন ক্যামেরাও।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version