Thursday, August 21, 2025

ভোট ঘোষণা পর একাধিক বিরোধী দল এক হয়ে ব্রিগেডে জনসভা করছে, অতীতে এমন ঘটনা বঙ্গ- রাজনীতিতে ঘটেনি৷ সেদিক থেকে রবিবারের বাম-কং-সিদ্দিকির(Cpim-Cong-Abbas)ব্রিগেড নিঃসন্দেহে ঐতিহাসিক ৷ রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে মরিয়া এই জোট৷ উদ্যোক্তা তিন পক্ষের দাবি, জমায়েতের নিরিখে আজ নতুন ইতিহাস তৈরি হবে৷ বাংলার রাজনৈতিক মহল, বিশেষত তৃণমূল, এই সমাবেশের দিকে নজর রাখছে৷

আজ ব্রিগেড-মঞ্চ থেকেই এই মহাজোটের আনুষ্ঠানিক নামকরণ হতে চলেছে৷ বামেদের এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছে কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট৷ ‘United Alliance’ বা ‘United Secular Alliance’ গোছের নাম ভাবা হয়েছে৷ এই নাম আজ ঘোষণা হতে পারে৷

এই ব্রিগেড থেকে নতুন কোনও চমক দেওয়ার পরিকল্পনা আপাতত নেই৷ জোর দেওয়া হয়েছে জমায়েতের দিকে৷ একুশের ভোটে এই জোটের প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি যে তাদের থেকে বহু যোজন এগিয়ে, তা জেনেই নজর দিয়েছে জমায়েতের দিকে৷ তাই জমায়েতকে ‘ঐতিহাসিক’ করে সেই নজির ভোটপ্রচারে ব্যবহার করতে চায় তিন শরিকই৷ একই সঙ্গে বার্তাও দিতে চায় এগিয়ে থাকা দুই শক্তিশালী প্রতিপক্ষকে৷

এদিন ব্রিগেডের সুর চড়ানো হবে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের বিরুদ্ধে৷ মূলত, সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ তকমা সেঁটে দেওয়া হবে বিজেপি এবং তৃণমূলের গায়ে৷ আপাতত ঠিক আছে, আজকের ব্রিগেডে বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ডি রাজা, অধীর চৌধুরি, মহম্মদ সেলিম, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকি৷ আসার কথা তেজস্বী যাদবের৷ তবে এখনও তা নিশ্চিত হয়নি৷ সব বক্তাই এক সুরে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে। অসুস্থতার কারণে সশরীরে সভায় হাজির থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সমর্থকদের আবেগকে মর্যাদা দিতে তাঁর বার্তা পাঠ করার চেষ্টা এখনও চালাচ্ছে আলিমুদ্দিন।
অন্যান্যবারের তুলনায় এবারের ব্রিগেডের মঞ্চের আয়তন বেড়েছে অনেকটাই। মঞ্চে যেহেতু একাধিক দলের অনেক নেতাদের বসতে দিতে হবে, তাই এই ব্যবস্থা। মাইকের সংখ্যাও প্রায় শ’দেড়েক বেড়ে দাঁড়িয়েছে ৬২০। মঞ্চের পিছনেও দুটি পৃথক বসার জায়গা তৈরি হয়েছে ছাউনি সহ। গোটা ব্রিগেডে নজরদারি চালানোর জন্য থাকবে ড্রোন ক্যামেরাও।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version