Thursday, August 21, 2025

দীর্ঘ ৩৪ বছর রাজত্বের পর ২০১১ সালে বাংলার বুকে বামেদের পতন ঘটে। তারপর থেকে ভোটবাক্সে রক্তক্ষরণ অবিরাম। ভোট কমে এখন বামেদের সম্বল ৭ শতাংশ। সামনেই আবার একটি বিধানসভা ভোট। কংগ্রেস ও ফুরফুরা শরীফের পীরজাদা নবগঠিত ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF-র সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দিতে চাইছে বাম নেতৃত্বে। নির্বাচনের মুখে রাজ্য রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে তৃতীয় শক্তি হিসেবে সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে একপ্রকার চ্যালেঞ্জ নিয়েছে উদ্যোক্তারা। পরীক্ষায় পাশ করে গেলে তারা অনেকটা অক্সিজেন পাবে বলে মনে করছে জোট শিবির। শেষ পর্যন্ত নতুন ইতিহাস তৈরি না হলেও বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তৃতীয় বিকল্প হিসেবে যৌথভাবে ব্রিগেডের আয়োজন, নিঃসন্দেহে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে এই ব্রিগেড নিয়ে বেশ অস্বস্তিতে বাম নেতৃত্ব। একদিকে “আত্মত্যাগ” করে আব্বাসের দলের সঙ্গে জোট। তার উপর কল্পতরু হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ আসন ছাড়া হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদাকে। তার প্রভাব ভোটবাক্সে কীভাবে প্রতিফলিত হবে, তা বলবে সময়। কিন্তু ব্রিগেডের রাজনৈতিক সমাবেশে ধর্মগুরুকে সামনের সারিতে এনে মহাসমাবেশ মানুষ কীভাবে নেয়, সেটাই দেখার। ধর্মগুরুকে নিয়ে সিপিএমের এই রাজনৈতিক সভা মেনে নিতে পারছেন না বামপন্থীদের একটা বড় অংশ। স্রেফ ভোটের রাজনীতি করতে গিয়ে নিজেদের নীতি-আদর্শকে আর কত জলাঞ্জলি দেবে সিপিএম? এ প্রশ্ন কিন্তু উঠছে ফ্রন্টের অন্দরেই। ছোট শরিকরা প্রকাশ্যে কিছু না বললেও আব্বাস ইস্যুতে আলিমুদ্দিনের দাদাদের উপর যে বেজায় চটেছেন, সেটা তাদের বডি লাঙ্গুয়েজেই স্পষ্ট।

প্রসঙ্গত, ভোট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে দুই শক্তিশালী প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপিকে কড়া বার্তা দিতে চায় বাম তথা মহাজোটের শরিকরা। আর সেই বার্তা দিতে গিয়ে দুই শাসক দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত তকমা সেঁটে দিয়ে বক্তব্য রাখবেন বক্তারা। সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ডি রাজা, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকিরা সকলেই কমবেশি এক সুরে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদি-মমতার বিরুদ্ধে। সমালোচনার ক্ষেত্রে দেশ ও রাজ্যে শিক্ষার পরিবেশ, বেকারদের কর্মসংস্থান, কৃষি ও কৃষক রক্ষা, শিল্প সংস্থান এবং গণতান্ত্রিক পরিবেশের মতো ইস্যুগুলিকেই এক্ষেত্রে প্রধান হাতিয়ার করবেন বক্তারা।

এদিকে সমাবেশের জন্য ২৪ ঘণ্টা আগে থেকেই উত্তরবঙ্গ-সহ দূরের জেলাগুলি থেকে লোক আসতে শুরু করেছে শহরে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এজন্য ক্যাম্প অফিস খুলেছে প্রধান উদ্যোক্তা সিপিএম। ব্রিগেডের একাংশ জুড়ে তৈরি অস্থায়ী চাঁদোয়ার তলাতেও রাত থেকেই আস্তানা নিয়েছেন কয়েক হাজার মানুষ। আর আজ রবিবাসরীয় সকাল থেকেই ব্রিগেডমুখী বাম জনতা।

এবারও স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) ব্রিগেডে (Briged) আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই আলিমুদ্দিনের (Alimuddin) কর্তারা নড়েচড়ে বসেছিলেন। কিন্তু মেলেনি চিকিৎকের সবুজ সঙ্কেতের। বামেদের (Left Front) ব্রিগেডে আসছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক দশকে বামেদের ব্রিগেড মানেই ‘আইকনিক লিডার’ বুদ্ধদেব। এবার তাঁকে ছাড়াই ভোটের মুখে অস্তিত্বের ও শক্তির পরীক্ষায় আজ নামতে হচ্ছে বামেদের। সঙ্গে দোসর কংগ্রেস (Congress) ও পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddique) ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF).

আরও পড়ুন:বামেদের ব্রিগেডে আসছেন লালু-পুত্র তেজস্বী, তবে মন পড়ে কালীঘাটে দিদির বাড়িতে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version