এবার পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দায়িত্ব পেলেন প্রশান্ত কিশোর

নতুন দায়িত্ব পেলেন পিকে, প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল। বিহারে নীতীশ কুমার। বংলার ভোট এখনও বাকি রয়েছে। তবে টিম পিকের দাবি ২০২১ এ পশ্চিমবঙ্গে  আবারও ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। তবে বাংলার দায়িত্ব শেষ হ ওয়ার আগেই নতুন দায়িত্ব এল টিম পিকের হাতে। পঞ্জাব। ২০২২ সালে পঞ্জাবের ভোট করানোর দায়িত্বও এবার গেল পিকের কাঁধে।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের দায়িত্ব গ্রহণের খবর টুইট করে নিজেই জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং (Capt.Amarinder Singh)। ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট।  ভোটে অমরিন্দর সিংয়ের মুখ্য পরামর্শদাতা হিসেবে কাজ করবেন পিকে। তবে কবে থেকে প্রশান্ত কিশোর পঞ্জাবে কাজ শুরু করছেন, তা এখনও ঠিক হয়নি। নিজের বিশ্বাসযোগ্যতার  এবং কর্মযোগ্যতার প্রমাণ দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর সেসব সাফল্যের নিরিখে একুশের ভোটের লড়াইয়ের জন্য নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তারপর থেকে তৃণমূলের প্রতিটি কর্মসূচির পরিকল্পনা সাজায় পিকে’র দল। এমনকী  তৃণমূলের প্রার্থী তালিকাও পিকে’র হাত ধরেই চূড়ান্ত হচ্ছে। প্রার্থী বাছার আগে টিম পিকে  দীর্ঘ সমীক্ষা চালিয়েছে। রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেই নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advt

Previous articleবিজেপির নিশানায় আব্বাস সিদ্দিকী
Next article‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির