Friday, August 22, 2025

বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে তৃণমূলকে সমর্থন: মমতাকে বার্তা তেজস্বী-অখিলেশের

Date:

বিজেপিকে আটকাতে সব রকম ভাবে তৃণমূল সরকারের পাশে থাকার বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। একই বার্তা এসপি নেতা অখিলেশ যাদবেরও। সোমবার, বিকেল ৪টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছন আরজেডি (RJD) নেতা তেজস্বী। নবান্ন সূত্রে খবর, তৃণমূল নেত্রীকে তিনি আশ্বাস দেন, বিজেপিকে আটকাতে রাজ্যের শাসকদলের পাশে তাঁরা থাকবেন। “আরজেডি সব শক্তি দিয়ে বিজেপির সঙ্গে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তি জোগাবে”। বিহারে বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়াইয়ের জন্য তেজস্বী যাদবকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, আরজেডি অদূর ভবিষ্যতে বিহারে সরকার গঠন করবে। মমতা বলেন যে, বিহারের বিজেপি সরকার বেশি দিন স্থায়ী হবে না।

একই দিনে গোবলয়ের আরেক নেতা সমর্থন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেদিন নবান্নে এসে সরাসরি মমতার সঙ্গে দেখা করলেন তেজস্বী, সেদিনই চিঠি দিয়ে সমর্থন জানালেন সমাজবাদী পার্টির (Sp) নেতা আখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার, অখিলেশ এই বিষয়ে চিঠি পাঠান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। চিঠিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন অখিলেশ। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিষয় নিয়েও আখিলেশ চিঠিতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। তৃণমূলের হয়ে প্রচারে এপ্রিলে বাংলায় আসতে পারেন সমাজবাদী পার্টির নেতা।

আরও পড়ুন:‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির

অখিলেশ এবং তেজস্বী দুজনের সঙ্গেই বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক। দুই জায়গাতেই ভোটের আগে তিনি আরজেডি এবং সপার পাশে। কলকাতায় থাকা সত্ত্বেও রবিবারের ব্রিগেডে যাননি তেজস্বী। আর তারপরের দিনই তিনি নবান্নে দেখা করলেন তৃণমূল নেত্রীর সঙ্গে। সমর্থন জানিয়েছেন অখিলেশও। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে এঁরা তৃণমূলকে সমর্থন করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version