Tuesday, November 11, 2025

বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে তৃণমূলকে সমর্থন: মমতাকে বার্তা তেজস্বী-অখিলেশের

Date:

বিজেপিকে আটকাতে সব রকম ভাবে তৃণমূল সরকারের পাশে থাকার বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। একই বার্তা এসপি নেতা অখিলেশ যাদবেরও। সোমবার, বিকেল ৪টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছন আরজেডি (RJD) নেতা তেজস্বী। নবান্ন সূত্রে খবর, তৃণমূল নেত্রীকে তিনি আশ্বাস দেন, বিজেপিকে আটকাতে রাজ্যের শাসকদলের পাশে তাঁরা থাকবেন। “আরজেডি সব শক্তি দিয়ে বিজেপির সঙ্গে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তি জোগাবে”। বিহারে বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়াইয়ের জন্য তেজস্বী যাদবকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, আরজেডি অদূর ভবিষ্যতে বিহারে সরকার গঠন করবে। মমতা বলেন যে, বিহারের বিজেপি সরকার বেশি দিন স্থায়ী হবে না।

একই দিনে গোবলয়ের আরেক নেতা সমর্থন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেদিন নবান্নে এসে সরাসরি মমতার সঙ্গে দেখা করলেন তেজস্বী, সেদিনই চিঠি দিয়ে সমর্থন জানালেন সমাজবাদী পার্টির (Sp) নেতা আখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার, অখিলেশ এই বিষয়ে চিঠি পাঠান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। চিঠিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন অখিলেশ। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিষয় নিয়েও আখিলেশ চিঠিতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। তৃণমূলের হয়ে প্রচারে এপ্রিলে বাংলায় আসতে পারেন সমাজবাদী পার্টির নেতা।

আরও পড়ুন:‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির

অখিলেশ এবং তেজস্বী দুজনের সঙ্গেই বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক। দুই জায়গাতেই ভোটের আগে তিনি আরজেডি এবং সপার পাশে। কলকাতায় থাকা সত্ত্বেও রবিবারের ব্রিগেডে যাননি তেজস্বী। আর তারপরের দিনই তিনি নবান্নে দেখা করলেন তৃণমূল নেত্রীর সঙ্গে। সমর্থন জানিয়েছেন অখিলেশও। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে এঁরা তৃণমূলকে সমর্থন করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version