চতুর্থ টেস্টের( 4th test) পর টি-২০ সিরিজেও( t-20) থাকেছেন না যশপ্রীত বুমরাহকে( jashprit bumrah)। ইংল্যান্ডের( england) বিরুদ্ধে টি২০ দলেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একদিনের সিরিজেও অনিশ্চিত বুমরাহ।

ব্যাক্তিগত কারণে চতুর্থ টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন বুমরাহ। এবার টি-২০ সিরিজ থেকেও সরে গেলেন তিনি। টি২০ সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়ায় সুযোগ দেওয়া হয়েছে তরুণদের।

টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ড্র করলেই সুযোগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। তাই এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহকে না পাওয়ায় সমস্যায় ফেলতে পারে ভারতকে। তবে এসব নিয়ে ভাবছেন না অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ টেস্টে বুমরাহহীন ভারতীয় দল ভাল প্যরফমেন্স করবে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন:তিন বছরের জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের