Monday, November 10, 2025

শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত যুবক গুলি করল নির্যাতিতার বাবাকে

Date:

ফের খবরের শীর্ষে উত্তরপ্রদেশের হাথরস। এক তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক গুলি করে মারল নির্যাতিতার বাবাকে! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত যুবক গৌরব শর্মার বিরুদ্ধে। তরুণীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতারও করে গৌরবকে। কিন্তু মাসখানেক পরে জামিন পেয়ে যায় সে। সেই থেকেই দুই পরিবারের মধ্যে চলছে বচসা। যা চরম আকার ধারণ করে সোমবার। গতকাল বিকেলে নির্যাতিতা তরুণীর গ্রামের মন্দিরে পুজো দিতে যান গৌরব শর্মার স্ত্রী ও কাকিমা। সেই একই সময় মন্দিরে যান নির্যাতিতা ও তাঁর বোনও। শুরু হয় ঝামেলা। পরে ঘটনাস্থলে আসেন তরুণীর বাবা ও গৌরব। সেখানে গৌরব এক যাননি বলে জানা গিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তারপরই আচমকা গৌরব গুলি চালায়। গুরুতর আহত হন তরুণীর বাবা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, গৌরবের পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পুরনো শত্রুতা থেকেই মন্ত্রীকে হত্যার চেষ্টা

সেখানকার এক সংবাদিকের তোলা ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা তরুণী স্থানীয় থানায় ন্যায়বিচার চাইতে গিয়েছেন। তাঁকে কাঁদতে কাঁদতে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। তরুণী বলছেন, “প্রথমে আমার শ্লীলতাহানি। আর এবার আমার বাবাকে গুলি করে খুন। ও আমাদের গ্রামে এসেছিল ছ-সাতজনকে নিয়ে। আমার বাবার কারও সঙ্গেই শত্রুতা ছিল না।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version