Saturday, August 23, 2025

গ্যাসের দাম নিয়ে মোদিকে তোপ মিমির, স্যালাড খাওয়ার পরামর্শ সায়নীর

Date:

পেট্রোল (Petrol) , ডিজেল (Disel), রান্নার গ্যাস (Domestic Gas Cylinder) লাগাতার লাগামছাড়া মূল্যবৃদ্ধি (Price Increase) নিয়ে এবার নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty). আজ, মঙ্গলবার একটি টুইট করেন মিমি। যেখানে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়িয়ে মিমি লেখেন, “ক্যা হুঁয়া তেরা ওয়াদা? এভাবে কীভাবে আত্মনর্ভর’ হবে ভারত।”

এখানেই শেষ নয়। গ্যাসের আকাশছোঁয়া দাম বৃদ্ধির জন্য মানুষকে এবার নিজের ”রক্ত বিক্রি” করতে হবে বলেও কেন্দ্রকে নিশানা করেন মিমি। পাশাপাশি আজ সকালে যখন এলপিজি গ্যাসের সিলিন্ডার তাঁর বাড়িতে আসে, তখন তাঁর মাথা ঘুরে যায় বলেও মন্তব্য করেন সাংসদ-অভিনেত্রী।

শুধু মিমি নন, টলি অভিনেত্রী সায়নী ঘোষকেও (Saying Ghosh) গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে সায়নী লেখেন, “রান্নার গ্যাসে দাম বাড়াচ্ছে কেন্দ্র, স্যালাড বানান।”

এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে মা ও রান্নার মাসির এক মজার কথোপকথনও টুইট করেছেন সায়নী। টুইটারে সায়নী লিখেছেন, ”আজ থেকে আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, ৭২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বার! জ্বালানির জ্বালায় জেরবার জনজীবন। মা to রান্নার মাসি: সুমিত্রা, এক সিলিন্ডারে বাকি জীবন চালাতে হবে। সেই বুঝে রান্না করো। মাসি be like: রক্ষে করো রঘুবীর।”

উল্লেখ্য, তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যাচ্ছে টলিপাড়ার সায়নী ঘোষকে। এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে খোঁচা দিয়ে একের পর এক টুইট করলেন সায়নী।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version