Thursday, November 13, 2025

কঠিন কেন্দ্রে লড়তে হবে দলবদলুদের, সবাই পাচ্ছেন না টিকিট, সিদ্ধান্ত শীর্ষ বিজেপির

Date:

দলবদলুদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে চলেছে বঙ্গ-বিজেপি৷

টিকিট নিশ্চিত, এমন আশাতেই একাধিক বিধায়ক ঘটা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে (BJP)৷ কিন্তু বিজেপি যে এভাবে শেষ মুহুর্তে তাঁদের ‘ডোবাবেন’, তা স্বপ্নেও ভাবেননি তাঁরা৷

দলের টিকিট-বন্টন প্রক্রিয়ার শুরুতেই স্থির হয়েছে, সাম্প্রতিককালে দলবদল করে বিজেপিতে আসা নেতাদের অনেককেই তুলনায় কঠিন আসনে লড়াই করতে হবে। প্রমাণ করতে নিজেদের যোগ্যতা৷ ফলে এই দলবদলুদের কাছে একুশের বিধানসভা নির্বাচন প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। দলের শীর্ষস্তর রাজ্য কমিটিকে জানিয়ে দিয়েছে, অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়ে সহজ আসনে প্রার্থী করা চলবে না৷ দিল্লির মনোভাব জানার পর, দলের রাজ্য কমিটিও একই সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে ‘বিপাকে’ সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরা৷

আরও পড়ুন-বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তপ্ত উত্তরপাড়া

শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, প্রথমত, দলবদল করে বিজেপিতে আসা সব বিধায়ককে টিকিট দেওয়া সম্ভব নয়৷ দ্বিতীয়ত, যাঁদের টিকিট পাবেন, তাদের সিংহভাগকেই লড়তে হবে কঠিন আসনে। এর কারন, এই দলবদলুদের নিজেদের জনপ্রিয়তা ও যোগ্যতা প্রমাণ করতে হবে আগে৷ হাওয়া বুঝে দলবদল করে বিজেপি নেতা-কর্মীদের দৌলতে বিধায়ক হওয়ার কথা ভাবা বন্ধ করতে হবে৷
আরএসএসের (RSS) বক্তব্য, যারা শিবির বদল করেছে, তাঁরা তৃণমূলকে কতখানি দুর্বল করতে পেরেছে এবং তার ফলে বিজেপির শক্তিবৃদ্ধি কতখানি বৃদ্ধি পেয়েছে, তা জানা দরকার৷ তাই প্রাথমিকভাবে স্থির হয়েছে, বাংলার যেসব কেন্দ্রে তুলনায় বিজেপির সাংগঠনিক শক্তি বা ভোট কম, সে ধরনের আসনেই সম্প্রতি দলে আসা বিধায়কদের টিকিট দেওয়া হবে। যেসব আসনে বিজেপি সহজেই জয়ী হবে বলে মনে করা হচ্ছে, সে ধরনের আসনে দলের পুরনো নেতা অথবা দলের ভাবধারায় প্রথম থেকে বিশ্বাসীরা টিকিট পাবেন।
সূত্রের খবর, বাংলার ৮৫টি আসনকে বিজেপি সহজ আসন হিসাব ধরেছে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এই আসন এই ৮৫-র মধ্যে রয়েছে৷ বাকি আসনে লড়াই অপেক্ষাকৃত কঠিন বলে মনে করছে বিজেপি।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version