স্পেনে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন মেরি কম( Mary Kom)। এদিন ৩৭ বছরের বক্সার উড়িয়ে দিলেন ইটালির প্রতিপক্ষ জিওর্দানা সোরেন্টিনোকে। সেমিফাইনালে মেরি লড়বেন আমেরিকার ভার্জিনিয়া ফুচের বিরুদ্ধে।

করোনার কারণে এক বছর পরে আবারও রিংয়ে ফিরলেন মেরি কম। এদিন শেষ তিন মিনিটে মেরির ক্ষিপ্রতা এবং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েন সোরেন্টিনো। এই জয়ের ফলে উচ্ছসিত ছবারের বিশ্বচ্যাম্পিয়ন।
এ দিকে, সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। বুধবার তিনি হারালেন তুরস্কের ইজিট নেসলিহানকে। ম্যাচের ফলাফল ২১-১৬, ২১-১৯।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
